বিনোদন ডেস্ক : হৃত্বিককে সাবেক প্রেমিক বলেই দাবী করছেন বলিউড কুইন কঙ্গনা। আর হৃত্বিক দাবী করছেন কঙ্গনা মিথ্যে বলছেন। বর্তমানে তাদের এমন খবরে সরগরম পুরো বলিউড। এরমধ্যে একজন আরেক জনকে পাঠিয়েছেন আইনি নোটিশও! সব মিলিয়ে এই দুই জন এখন টক অব দ্য বলিউড।
এদিকে দাবী উঠেছে, হৃত্বিকের সাথে তার যখন সম্পর্ক ছিলো তখন নাকি তিনি হৃত্বিককে ১ হাজার ৪‘শ ৩৯টি ইমেইল করেছিলেন। আর সেগুলি সবই ছিলো ব্যক্তিগত। অর্থাৎ প্রেমপত্র।
জানা গিয়েছে, ওসব মেইলগুলোতে অহেতুক বেশ কিছু কথাবার্তাও রয়েছে। আর সম্প্রতি, হৃত্বিক সেই মেইলগুলির তার আইনজীবী দীপেশ মেহেতাকে জানিয়েছেন। যদিও, কঙ্গনা এ বিষয়ে মুখে ‘রা’ পর্যন্ত কাটেননি এখনও।
কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্ক এবং তারপর বিচ্ছেদ কোনও কিছুই যেন স্বস্তি দেয়নি হৃত্বিককে। তাদের সম্পর্ক নিয়ে বলিউডে বেশ লুকোচুরিরই একটা বিষয় ছিল আগের থেকে। কিন্তু, সম্প্রতি একটি সাক্ষাতকারে হৃত্বিক রোশনকে ‘এক্স’ বলে সম্বোধন করে বিতর্ক উসকে দেন ‘কুইন’ নিজেই। আর তারপর হৃত্বিক সরাসরি এ বিষয়ে মুখ খোলেন। সোশাল সাইট টুইটারে কঙ্গনাকে বেশ ভালো করেই একহাত নেন তিনি।
এদিকে হৃত্বিক যাই করুন না কেন, বলিউড ‘কুইন’ যে দমবার পাত্রী নন, তা তার কথা থেকেই বেশ স্পষ্ট হয়ে যায়। আর তারপর থেকেই হৃত্বিক, কঙ্গনার সম্পর্ক নিয়ে বেশ জোরালো চর্চা শুরু হয়ে যায় বলিউডে।
অন্যদিকে, ‘এক্স’-এর সঙ্গে কোনও সম্পর্ক নেই, সেই বার্তা দিতেই আশিকি-৩ থেকেও কঙ্গনাকে সরিয়ে দেন হৃত্বিক। না হলে, আশিকি ৩-তে কঙ্গনা এবং ঋত্বিককে পরিচালক একসঙ্গেই কাস্ট করবেন বলে ই জানা গিয়েছিল। কিন্তু, সেই পরিকল্পনাতেও জল ঢেলে দেন হৃত্বিক নিজে। কেন কঙ্গনার সঙ্গে এ হেন শত্রুতা হৃত্বিকের, সে বিষয়ে কিন্তু কোন স্পষ্ট তথ্য নেই।
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন