বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০৫:২৬:০৩

বাংলাদেশই জিতবে, কলকাতা থেকে বললেন জয়া আহসান

বাংলাদেশই জিতবে, কলকাতা থেকে বললেন জয়া আহসান

বিনোদন ডেস্ক : ভারতের ইডেনের মাঠে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তারা ৫ ইউকেট হারিয়ে রান তুলেন নেন ২০১। টি-২০ খেলার জন্য নিঃসন্দেহে এটি বিশাল রান। তারপরও বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান আশাবাদী, বাংলাদেশেই জিতবে।

জয় আহসান বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। তবে, মন চাইলেও মাঠে যেতে পারছেন না তিনি। খেলা দেখবেন না? তা কি হয়! জানালেন, তিনটে থেকেই কাজকর্ম ফেলে টিভির সামনে বসে পড়েছেন তিনি।

জয়ার কথায়, ‘১৬ কোটি বাঙালির মতো আমিও দারুণ উত্তেজিত। ভাবতে ভাল লাগছে যে, আমি আজ কলকাতায়। তবে আগে থেকে কাজের প্ল্যান করা আছে। তাই কলকাতায় থেকেও মাঠে যেতে পারছি না। ভীষণ বড় মিস এটা! তবে, খেলা দেখতে কিন্তু ছাড়ছি না। তিনটে থেকে সাতটা—  কোনও কাজ রাখিনি হাতে। খেলা শুরু হতেই টিভির সামনে বসে পড়েছি। আর সবচেয়ে ভাল লাগছে কী জানেন? কলকাতায় সব্বাই আজ বাংলাদেশকে সাপোর্ট করছে। এটা দারুণ ব্যাপার।’

আজ জিতবে বাংলাদেশ? কী মনে হচ্ছে? জয়ার মতে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করাটাই একটা বিশাল ব্যাপার। মাশরফির নায়কোচিত অ্যাটিটিউড, তামিমের মারকুটে ফর্ম, আর বহু দিন পর সাকিবের এ ভাবে ফিরে আসাটা টিমের মনোবল সত্যিই বাড়িয়ে দিয়েছে। ঢাকা থেকে আজ অনেক মানুষ এসেছেন কলকাতায়। সব মিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশের জেতার আজ উজ্জ্বল সম্ভাবনা।

আর যদি এই ইডেনেই মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ? ‘সর্বনাশ! (হাসি) খেলায় তো হারজিত্ আছেই। আমার খেলা নিয়ে সব সময়ই খুব স্পোর্টিং অ্যাটিটিউড। তবে আমি অবশ্যই আমার দেশকেই সাপোর্ট করব!’
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে