বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০৬:০১:২০

ঢাকায় এসে আধো-আধো বাংলায় যা বললেন ইরফান খান

ঢাকায় এসে আধো-আধো বাংলায় যা বললেন ইরফান খান

বিনোদন ডেস্ক : বলিউড ও হলিউড বিশ্ব চলচ্চিত্র শাসন করা এই দুই ইন্ডাস্ট্রিতে সমানভাবেই জনপ্রিয় ইরফান খান। বলিউডের অত্যন্ত গুণী এই অভিনেতা সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের ‘ডুব’ শিরোনামের একটি ছবিতে।

‘ডুব’ পরিচালনা করছেন মোস্তফা সরয়ার ফারুকী। এ ছবির শুটিংয়ে অংশ নিতে আজ ঢাকায় এসেছেন হলিউড ও বলিউড অভিনেতা ইরফান খান। ইতিমধ্যে তিনি এ ছবির জন্য অনেকটা বাংলাও শিখে নিয়েছেন। আর শিখবেনই না কেন? এর জন্য যে তিনি দুই মাস ধরে বাংলা চর্চা করেছেন। তবে এখনও তিনি তেমনভাবে বাংলা বলতে না পারলেও বলতে পারেন আধো আধো। আর বুঝেনও পুরোপুরি।

এদিকে এবারই প্রথম তিনি বাংলাদেশে এসেছেন। তবে এখানে তিনি দুই একদিন নয় থাকবেন পুরো এক মাসেরও বেশি।

আগেই কথা ছিল যে, ফারুকীর ‘ডুব’ সিনেমায় শুটিংয়ের জন্য বুধবার সকাল ১১টায় প্রথমবারের মত বাংলাদেশে আসছেন হলি-বলির অন্যতম জনপ্রিয় অভিনেতা ইরফান খান। আর তাই ১১টার আগে থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান নেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের বিনোদন সংবাদকর্মীরা ও ফটোগ্রাফাররা।

ভিআইপি লাঞ্জ দিয়ে অ্যামাজিং স্পাইডারম্যান, অস্কারজয়ী সিনেমা লাইফ অব পাই এবং জুরাসিক ওয়ার্ল্ড-এর তারকা অভিনেতা ইরফানকে নিয়ে সংবাদকর্মীদের সামনে হাজির হলেন নির্মাতা ফারুকী। বললেন, হাতে খুব অল্প সময়, এরইমধ্যে প্রশ্ন আর ফটোশুট যা করার করে নিতে। এসময় ইরফানকে খুব সাদামাটা পোশাক, রোদ চশমা, মাথায় ক্যাপ আর পুরুষালি গাম্ভীর্যপূর্ণ দাঁড়িতে দেখা গেল জনপ্রিয় এই অভিনেতাকে।

বাংলাদেশ কেমন লাগছে? এমন প্রশ্ন করতেই মুচকি হেসে ইরফান জানালেন, সবেতো এলাম। দেখি আরো কিছুদিন! এছাড়া বাংলা সিনেমার সঙ্গে আগে থেকে পরিচয় ছিলো কিনা? এমন প্রশ্নের উত্তরেও ইরফান খানের সরল স্বীকারোক্তি। বললেন, না। এর আগে বাংলাদেশের কোনো সিনেমা সম্পর্কে খুব একটা ধারনা ছিলো না। মোস্তফা সরয়ার ফারুকীর মাধ্যমেই বাংলাদেশের সিনেমা সম্পর্কে জেনেছি।

ফারুকীর সবগুলো কাজই দেখেছেন কিনা জানতে চাইলে ইরফান খান জানান তিনি দেখেছেন, ফারুকীর সর্বশেষ নির্মিত ‘পিঁপড়াবিদ্যা’ ও ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’। আর তা দেখেই আগ্রহ বোধ করেছেন ফারুকীর নতুন ছবি 'ডুব'-এ কাজ করতে।

ফারুকীর ছবির গল্প ও নির্মাণ ভাবনাও ইরফান খানকে বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে প্রেরণা দিয়েছে। এত অল্প সময়ের মধ্যে এইটুকু জানাতেও ফারুকী প্রতি কৃপণতা করেননি ইরফান!
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে