বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০৭:১৭:৫৫

বিশেষ সম্মাননা পেলেন নায়িকা পূর্ণিমা

বিশেষ সম্মাননা পেলেন নায়িকা পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা এখন আর তেমন কোনো কাজ করছেন না। তাপর পরেও জাতীয় শিশু কিশোর সংগঠন আমরা কুঁড়ির সম্মাননা পেলেন এই গুনি নায়িকা। যদিও তার ক্যারিয়ারে জাতীয় পুরস্কার পাওয়ার রেকর্ড রয়েছে। তারপরেও এ যেনো এক অন্যরকম স্বীকৃতি তার জন্য।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘অধিকার মর্যাদায় নারী পুরুষ সমান সমান’ শীর্ষক আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় পূর্ণিমাকে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে পূর্ণিমা ছাড়া অন্য সম্মাননাপ্রাপ্তরা হলেন— সঙ্গীতশিল্পী ফরিদা পারভিন, নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর, রত্নগর্ভা মা নুরজাহান বেগম, জেলা জজ হাসিনা রৌশন জাহান, মোটুসী, এটিএন বাংলার সংবাদ পাঠক শামীম আরা মুন্নি, রেহেনা আক্তার বুলবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থীত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী। সংগঠনের উপদেষ্টা শহীদুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থীত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, শিল্পী ফরিদা পারভিন, স্বর্ণকেশী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে