বিনোদন ডেস্ক : চলতি বছরের আলোচিত সিনেমা ‘কাপুর এন্ড সন্স’। ছবিতে অদ্ভুত লুকে ঋষি কাপুরের লুক নিয়ে ব্যাপক আলোচনাও হয়েছিল। ১৮ মার্চ বলিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
মুক্তির আগে বলিউডের অভিনেতা অভিনেত্রী ও নির্মাতাদের জন্য গতকাল বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন ছবিটির প্রযোজক করন যোহর। ছবি দেখে চোখের জল ধরে রাখতে পারেননি সুপারস্টার অভিনেতা আমির খান!
করন যোহরের আমন্ত্রণে সাড়া দিয়ে সিনেমাটির বিশেষ প্রদর্শনী দেখতে স্বপরিবারে হাজির হয়েছিলেন আমির খান। ছবিটি দেখে চমকে যান এই অভিনেতা।
প্রদর্শনীর পর একটি ভিডিও সাক্ষাৎকারে আমির খান বলেন, অসাধারণ একটি সিনেমা কাপুর এন্ড সন্স। আশা করি, সবাইকে ছুঁয়ে যাবে। ছবিটি তার মত শক্তিমান মানুষের চোখেই জল এনে দিয়েছে!
সকুন বাত্রার পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্র, আলিয়া ভাট, ফাওয়াদ খান এবং ঋষি কাপুর। ছবিটি প্রযোজনা করেছেন করন যোহর এবং অপূর্ব মেহেতা ।
মূলত দাদু ও তার নাতিদের বহু বছর পর ফিরে পাওয়ার ঘটনা নিয়েই ছবিটি নির্মিত। অনেক বছর পর নিজেদের পৈতৃক বাড়িতে ফিরে আসে দুই ভাই রাহুল আর অর্জুন।
পরিবারের নানা সমস্যা, জটিলতা সমাধান করতে চাইলেও সমাধান করতে পারে না তারা। এরপরই তাদের জীবনে আসে একটি মেয়ে, যাকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে সমস্যা তৈরি হয়।
১৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম