বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০৯:১৯:৪২

৬ মাসে ১৩ কেজি কমালেন আমির খান

৬ মাসে ১৩ কেজি কমালেন আমির খান

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার অভিনেতা আমির খান প্রথমে 'দঙ্গল' সিনেমাটির জন্য ওজন বাড়িয়েছিলেন। কিন্তু আবার সেই 'দঙ্গল'-এর জন্যই তাকে ওজন ঝরাতে হলো। গত ৬ মাসে আমির প্রায় ১৩ কিলো ওজন কমিয়েছেন।

আমির জানিয়েছেন, ১৩ কেজি ওজন ঝরানোর পর এখন তার ওজন দাঁড়িয়েছে ৮২ কেজি। তবে এখানেই শেষ নয়। ছবির জন্য আরো ওজন ঝরাতে হবে তাকে। তিনি মাত্র অর্ধেক পথ এসেছেন। এখনো তাকে আরো ১২ কেজে ওজন কমাতে হবে।

গত তিন সপ্তাহ ধরে অামেরিকায় ছিলেন তিনি। সেখানেই ওজন ঝরানোর বেশিরভাগ এপিসোডটা সম্পূর্ণ হয়েছে। প্রতিদিন তিনি ৬ থেকে ৭ ঘণ্টা ওয়ার্কআউট করতেন। ট্রেকিং, বাইকিং, মাউন্ট বাইকিং, টেনিস, সুইমিং এ সবই তার রুটিনের মধ্যে ছিল। শুধু খাওয়া, ঘুম আর ওয়ার্ক আউট, এভাবেই দিন কেটেছে তার।

আগে আমির জানিয়েছিলেন, ছবির জন্য ৯৫ কেজি ওজন বানিয়েছেন তিনি। দেহের ওজন বেড়ে যাওয়া তাকে শ্বাসপ্রশ্বাসও মেপে নিতে হচ্ছে। প্রতি ২০ সেকেন্ডে আমিরকে একটি করে দীর্ঘ শ্বাস (long breath) নিতে হয়। আমিরের এমন কাজে তার মা ও কিরণ বেশ চিন্তিত ছিলেন। কিন্তু এখন তারা অনেকটা নিশ্চিন্ত বলে জানিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট।

জানা যায়, চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পেতে পারে আমির খান অভিনিত 'দঙ্গল' সিনেমাটি।
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে