বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ১০:২৭:৪৩

যেসব অভিনেতার সঙ্গে হয়েছিল কঙ্গনার মন দেয়া নেয়া

যেসব অভিনেতার সঙ্গে হয়েছিল কঙ্গনার মন দেয়া নেয়া

বিনোদন ডেস্ক : সম্পর্ক ভাঙাগড়ার খেলায় সিদ্ধহস্ত কঙ্গনা। আজ হৃত্বিক তো কাল অন্য একজন। কার কার বাহুডোরে ধরা দিলেন বলিউডের এই রানি? তা হয়তোবা অনেকেরই জানা নেই। কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো জানাতে সদাপ্রস্তুত একদল সাংবাদিক। জানা মতে এখন পর্যন্ত কার কার বাহুডোরে ধরা দিয়েছেন এই অভিনেত্রী? খুজে পাওয়া গেলো এমন পাঁচ ব্যক্তির নাম, যাদের নিয়ে আমাদের আজকের আলোচনা।

সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসেন কঙ্গনা রানাউত। বলিউড পাড়ায় অলিতে গলিতে কান পাতলে শোনা যায় তাকে নিয়ে চর্চা। তবে তার প্রেম-ই বেশিরভাগ সময়ে চর্চার বিষয়। সম্প্রতি কঙ্গনাকে পাঠানো হৃত্বিকের মানহানির নোটিস ঘিরে সরগরম বলিউড পাড়া। শুধু হৃত্বিক নয় এর আগেও অনেকের সঙ্গেই তার সম্পর্ক হয়েছে এবং সেগুলি শেষ হয়েছে বিতর্ক দিয়ে।

তখনো বলিউড পাড়ায় পায়ের তলার মাটি তেমন শক্ত হয়ে উঠেনি কঙ্গনার। কিন্তু নিজের থেকে প্রায় দ্বিগুণ বয়সী আদিত্য পাঞ্চোলির সঙ্গে তার সম্পর্ক ঘিরে সরগরম হয়ে ওঠে বলিউড। পেজ-থ্রির পাতা ভরে ওঠে কঙ্গনা-আদিত্যর ছবিতে। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টিকিয়ে রাখতে পারেননি কঙ্গনা। বলিউডের পা জমিয়েই তিনি সেই সম্পর্ককে টাটা বাই বাই করে উড়ে যান নতুন ডালে।

আদিত্য পাঞ্চোলির সঙ্গে সম্পর্ক অতীত হয়ে গেলে কঙ্গনা ভেসে যান শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমনের সঙ্গে। তখন কঙ্গনা ব্যস্ত ‘রাজ ২’ সিনেমার প্রচারে। বিভিন্ন জায়গায় তাদের খোলামেলা ভাবে দেখা যেত। নিজেরাও স্বীকার করতেন তাদের সম্পর্কের কথা। কিন্তু বাধ সাধেন শেখর সুমন। তার হস্তক্ষেপেই সম্পর্ক ভেঙে যায়। কিছুদিনের জন্য ভেঙে পরেন কঙ্গনা।

‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’-এর শ্যুটিংয়ে তখন ব্যস্ত কঙ্গনা রানাউত এবং অজয় দেবগন। অজয়ের প্রেমে পড়ে যান কঙ্গনা। কিন্তু কাজল-অন্তপ্রাণ অজয়ের হৃদয় টলাতে পারেননি তিনি। তবে তাদের নিয়ে অনেক জলঘোলা হয় বলিউড পাড়ায়।

এটা শোনা যায় যে অজয় কঙ্গনাকে উপেক্ষা করায় কঙ্গনা মানসিক আঘাত পান। কিন্তু সেই শোক ভুলতে তিনি বেশিদিন দেরি করেননি। আবার প্রেমে পড়েন তিনি। তবে এবার এক্কেবারে বিদেশ পাড়ি। ইংল্যান্ডের অভিনেতা নিকোলাস লাফার্টির প্রেমে পড়েন কঙ্গনা। সিমি গাঢ়েবালের একটি টেলিভিশন শো-তে কঙ্গনা স্বীকার করে নেন এই সম্পর্কের কথা। কিন্ত নিকোলাসের বিয়ের প্রস্তাবে বেঁকে বসেন কঙ্গনা, জানিয়ে দেন তার কাছে ক্যারিয়ার আগে। ভেঙে যায় সম্পর্ক।

বেশ কিছুদিন জমিয়ে ক্যারিয়ার চর্চা করার পরে কঙ্গনা এবার ধরা দেন হৃত্বিকের বাহুডোরে। তাদের প্রেম নিয়ে বলিউডে যেন আলোচনার শেষ ছিল না। কৃশ এবং রানির প্রেম জমিয়ে দেয় পেজ-থ্রির পাতা। কিন্তু সেই সম্পর্ক আজ প্রায় পৌঁছে গিয়েছে আদালতের দরজায়। কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করে নোটিস পাঠিয়েছেন হৃত্বিক।

এবার আবার কার বাহুডোরে দেখা যাবে কঙ্গনাকে তার জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন। ট্রেন্ড বলছে সেই সময় আর খুব বেশিদিনের নয়।
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে