বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ১০:৫৬:৫২

এবার খোলা হচ্ছে মন মাতানো ড্যান্স বার

এবার খোলা হচ্ছে মন মাতানো ড্যান্স বার

বিনোদন ডেস্ক : ভারতের সিনেমায় প্রায়ই দেখা যায় ড্যান্স বারের নাচের দৃশ্য, কিন্তু চলচ্চিত্রের জন্য বিখ্যাত ভারতের মুম্বাইয়ের এগারো বছর কোনো ড্যান্স বার খোলার অনুমতি ছিল না।

দীর্ঘ সময় পর আবারো ড্যান্স বার খোলার অনুমতি দেয়া হয়েছে কর্তৃপক্ষ।
আজ দেশটির রাজ্য সরকারকে ড্যান্স বার খোলার লাইসেন্স ইস্যু করার আদেশ দিয়েছে সুপ্রিমকোর্ট।

মহারাষ্ট্রের রাজ্য সরকার বলছে, বারে স্বল্প বয়সী নারীরা যেভাবে নাচে সেটি দেখতে অশ্লীল লাগে। দেশটির অনেক মানবাধিকার কর্মীরাও মনে করে, এসব বারে পুরুষদের সামনে নাচার জন্য পাচার হওয়া নারীদের ব্যবহার করা হয়।

কিন্তু এসব বিরোধিতা এবার ধোপে টিকলো না।  অনেকে মনে করেন, এসব বার কর্মসংস্থানের উৎস।  নতুন করে খোলা ড্যান্স বারের ওপর অবশ্য কিছু বাধা নিষেধ থাকবে।

যেমন স্টেজের চারপাশে বেষ্টনী থাকতে হবে, যাতে নৃত্যশিল্পীদের পর্যন্ত কেউ পৌছাতে না পারে।  প্রতিটি ড্যান্স বার চারজন করে নৃত্যশিল্পী রাখতে পারবে।

তবে রাজ্য সরকারের অনুরোধ ছিল, ডান্স বার থেকে সরাসরি পুলিশের কাছে লাইভ স্ট্রিমিং করতে হবে, যাতে এখানে কি হচ্ছে তার ওপর নজর রাখা যায়।
তবে তা নাকচ করে দিয়েছে আদালত।
১৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে