বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল শাহরুখ পুত্র আরিয়ান ও বচ্চন নাতনি নভ্যেয়া একটি ভিডিও। যদিও পরে শোনা গিয়েছিল ভিডিওটি পুরোও ফেক। এই সম্পর্কে বচ্চন বা খান পরিবারের কেউই মুখ খোলেননি। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর পরই ভিডিওটি তুলে নেয়া হয়েছিল। তবে এখন মনে হচ্ছে যা রটে তার কিছুনা কিছু তো বটে।
সম্প্রতি বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ানের জন্মদিনর অনুষ্ঠান চুটিয়ে উপভাগ করেছে নাভেয়া৷ আরিয়ানের সঙ্গে সময় কাটানোর ছবি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ জন্মদিনের পার্টিতে মনের মতো সময় কাটানোর ছবি পোস্ট করেছেন দুজনে৷
দুজনেই লন্ডনে একই স্কুলের পড়ালেখা করছেন তাই নাভেয়ার সঙ্গে আরিয়ানের মেলামেশা খুব সহজেই শুরু হয়৷ অন্যদিকে অমিতাভ বচ্চন ও কিং খান দুজনেরই সম্পর্ক বাস্তব ও সিনেমায় বেশ ভালো যাচ্ছে৷ ‘মহব্বতে’, ‘কভি খুশি কভি গম’-এর মতো ছবিতে এক সাথে অভিনয় করেছেন এ দুই তারকা৷ মনে হচ্ছে সেই সম্পর্কই বহন করছেন তাদের নয়া প্রজন্ম৷
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই