বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬, ০৮:৪৭:৩৩

ইরফান ও জিৎ’র সাথে অভিনেত্রী পর্নো মিত্র থাকছেন একই হোটেলে

ইরফান ও জিৎ’র সাথে অভিনেত্রী পর্নো মিত্র থাকছেন একই হোটেলে

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ইরফান খান ও কলকাতার সুপারস্টার জিৎ তারা দুজনই এখন ঢাকায় অবস্থান করছেন পৃথক দু’টি ছবির শুটিংয়ের জন্য। তাদের পাশাপাশি ঢাকায় এসেছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র।

তবে মজার বিষয় হলো, ঢাকায় তারা পৃথক পৃথক কাজে এলেও ঘুমোচ্ছেন কিন্তু একই ছাদের নিচে। অর্থাৎ তারা তিনজনই বর্তমানে রাজধানীর অভিজাত হোটেল লা ম্যারিডিয়ানে উঠেছেন। তবে এ হোটেলে আগের থেকেই অবস্থান করছিলেন জিৎ।

জানা গেছে, মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘ডুব’ এর শটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন বলিউড অভিনেতা ইরফান খান ও কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র। বুধবার সকাল ১১টার ফ্লাইটে মুম্বাই থেকে ঢাকায় এসে পৌঁছান ইরফান খান। প্রায় একই সময়ে ঢাকায় আসেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র।

আগামী ২০ মার্চ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে ‘ডুব’ ছবির শুটিং এ অংশ নিবেন তারা। ছবির প্রথম লটের দৃশ্যায়ন শেষ হবে আগামী ১০ এপ্রিল।

অন্যদিকে জাজ মাল্টি মিডেয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’র শুটিংয়ে অংশ নিতে গেল রোববার ঢাকায় এসে পৌঁছান কলকাতার অভিনেতা জিৎ। গত তিনদিন ধরে ঢাকায় চলছে এ ছবির শুটিং।
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে