বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির কিং শাকিব খানের পিছনে পিছনে এতো পুলিশ কেন! কলকাতার যেখানেই যাচ্ছেন তিনি সেখানেই দেখা যাচ্ছে এ দৃশ্য! তাহলে কি শাকিব খান কোন অপরাধ করলেন? নাকি এ কোন ছবির শুটিং?
না এর কোনটাই না। তবে শাকিব খান বর্তমানে রয়েছে কলকাতায় যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’র শুটিং নিয়ে। মঙ্গলবার দেখা গেছে কলকাতার শিয়ালদহ ও বৌ বাজারের রাস্তায় ছবিটির চিত্রধারণের কাজ চলে।
ভাবছেন তাহলে পুলিশ কেন? হ্যাঁ পুলিশ দেয়ো হয়েছে শাকিব খানের নিরাপত্তার জন্য। অার এ ব্যবস্থা করেছেন সেদেশের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজ।
টানা একমাস চিত্রায়নের মাধ্যমে শেষ হবে এ ছবির প্রথম লটের কাজ। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন সীমান্ত ও জয়দেব। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী।
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন