বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬, ১০:০৮:০৪

বিগ বস’র ঘরে যা করবেন জয়া আহসান

বিগ বস’র ঘরে যা করবেন জয়া আহসান

বিনোদন ডেস্ক : শুরু হতে যাচ্ছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‌বাংলা ‘বিগ বস’ সিজন টু। এবারের সিজনে সঞ্চলক হিসেবে থাকছেন কলকাতার সুপারস্টার জিৎ। তবে চমক হচ্ছে এবারের সিজনে বিচারকদের আসনে বাংলাদেশের জয়া আহসানকে দেখা যাবে।

‘রাজকাহিনি’র পর থেকে জয়া আহসান কলকাতায় যথেষ্ট পরিচিত মুখ। তার হাতে বর্তমানে রয়েছে বেশ কিছু ছবিও। এর মধ্যেই তিনি বিগ বস্‌’এর ঘরে আসছেন। এমন গুঞ্জন এখন জোরালো ভাবেই চলছে।

এছাড়াও শোনা যাচ্ছে, এবারের অতিথি তালিকায় আরও নাম রয়েছে পল্লবী চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ, মালবিকা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেত্রীদের।

গত সিজনের বিজয়ী হয়েছিলেন অনীক ধর। রোজ সন্ধেবেলা কনীনিকা, পটা, রুদ্রনীল, সুদীপ্তার কাণ্ডকারখানা দেখতে টিভির সামনে নিয়ম করে বসতেন দর্শক। এবার কারা তাদের বিনোদন জোগাবেন, তা নিয়ে কৌতূহল রয়েছেই। কারা বাড়ির মধ্যে ঢুকলে সন্ধেগুলো আরও মজাদার হয়ে উঠবে, তা নিয়ে চিন্তাভাবনা চালাচ্ছেন শো’এর নির্মাতারাও।

শোনা যাচ্ছে, প্রস্তাব দেওয়া হয়েছে তাপস পালকেও! তিনি যে বিগ বস্‌’এর ‘খাস অতিথি’ হবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে মনে হচ্ছে, এই সিজনে তার আর যাওয়া হবে না। কারণ স্ত্রী নন্দিনী নাকি বেঁকে বসেছেন। গত সিজনে তিনি নিজেও এই শো’এ অংশ নিয়েছিলেন। টিকে গিয়েছিলেন বেশ কিছু পর্ব অবধি। কিন্তু তার স্বামীও এই শো’এ অংশ নিন, মোটেই চাননি নন্দিনী।

ফেং সুই বিশেষজ্ঞ সঞ্জয় কাপুরকেও নাকি প্রস্তাব দেওয়া হয়েছে। জ্যোতিষী বা ধর্মগুরুদের এ দেশে কদর চিরকালই। টিভির চ্যানেল ঘোরালেই তাদের মুখ ঘুরেফিরে আসে। বহু মানুষ তাদের বাণী মুগ্ধ হয়ে শোনেনও।

তবে বিগ বস্‌’এর ঘরে সকলেরই একটা অন্য রূপ বেরিয়ে পড়ে। তাই জনপ্রিয় জ্যোতিষী সঞ্জয় কাপুরেরও ‘অন্য’ দিকটা দেখতে পেলে, হয়তো মজাই পাবেন দর্শক! কে জানে, তিনি হয়তো বিগ বস্‌’কেও তার ঘরের নকশা বদল করার কিছু উপদেশ দিতে পারেন! বা ঘরের আবহাওয়া গরম হয়ে উঠলে বাকি সদস্যদের মধ্যে শান্তি বজায় রাখায় রাস্তাও বাতলে দিতে পারেন!

তবে কেউই এ বিষয়ে মুখ খুলতে নারাজ। চুক্তি অনুযায়ী বিগ বস্‌’এর ঘরে ঢোকার আগে কাউকেই জানানো যায় না সে খবর। ফলে পাকা খবর জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে!
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে