বিনোদন ডেস্ক : কলকাতার সুপারস্টার জিৎ যে ক’বছর ধরে অভিনয় করছেন সে ক’বছর নাকি বাংলাদেশের আলোচিত মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়ার বয়স! এমনটা বললেন ফারিয়া নিজেই তার মুখে।
জানা গেছে, বাংলাদেশের জাজ মাল্টি মিডিয়া ও কলকাতার এস কে মুভিজের যৌথ প্রযোজনার ছবি ‘বদশা’তে অভিনয় করছেন জিৎ। এ জন্য গত ৪ দিন ধরে বাংলাদেশে আছেন জিৎ। এ ছবিতে তার নায়িকা নুসরাত ফারিয়া।
সূত্র বলছে, একটানা সাতদিন শুটিং শেষে কলকাতা ফিরে যাবেন জিৎ। এরমধ্যে আগামী ২৭ মার্চ একই ছবির শুটিং এর জন্য বাংলাদেশ থেকে কলকাতা যাবেন ফারিয়া।
এদিকে জিৎ প্রসঙ্গে বলতে গিয়ে নুসরতা ফারিয়া বলেন, ‘জিৎ দার ক্যারিয়ারের বয়স যত হবে আমার বয়স তত হবে। তার মানে হচ্ছে জিৎ দার ক্যারিয়ারের বয়সী আমি। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমার। আর চলচ্চিত্রে প্রতিনিয়তই কিছু না কিছু শিখছি। তাই এবারেও নতুন কিছু শেখার ইচ্ছে আছে।’
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন