বিনোদন ডেস্ক : ভারতীয় ক্রিকেট টীমের টি-২০-এর অধিনায়ক এম এস ধোনিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ চলছে। এ খবর অনেক পুরনো। নতুন খবর হলো এই ক্রিকেটারকে নিয়ে তৈরি চলচ্চিত্রের ফার্স্ট লুক বা পোস্টার মুক্তি পাওয়ার পর এবার মুক্তি পেয়েছে ছবিটির টিজার।
'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' শিরোনামে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এমনিতেই জনপ্রিয়, অতএব তার বায়োপিক নিয়ে একটা আগ্রহ তো থাকবেই! কিন্তু, সেই হিসেব বাদ দিলেও ছবিটার প্রথম পোস্টার হইচই ফেলেছিল আরও একটা কারণে। নায়ক সুশান্ত সিং রাজপুতের জন্য।
সেই পোস্টার এক ঝলক দেখে বোঝাই যাচ্ছিল না- খোদ ধোনিকে দেখা যাচ্ছে না তার চরিত্রাভিনেতাকে! সেই বিস্ময়ের রেশ এখনও অব্যাহত। বরং, অবাক হওয়ার পালা বেড়েছে। ছবির প্রথম ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে। কী দেখা যাচ্ছে সেই ট্রেলারে?
দেখা যাচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের টিকিট কালেক্টর হিসেবে ধোনিকে। ট্রেলারটি মুক্তি পাওয়ার পরে যেমন উচ্ছ্বসিত ধোনি এবং সুশান্ত- দু'জনেরই ভক্তরা; ততটাই মুগ্ধ বলিউডও!
ট্রেলারটি দেখে টুইট করেছেন অর্জুন কাপুর। তিনি লিখেছেন, ‘পোস্টার আর ট্রেলার দুটো দেখেই থ’ হয়ে গিয়েছি! আঙুল ক্রস করলাম সুশান্ত আপনার জন্য! আপনার রক্ত, ঘাম আর চোখের জল এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে ছবিটাকে!’
অন্য দিকে, কৃতী স্যানন টুইট করেছেন, ‘ছবিটা দেখার জন্য অপেক্ষার বাঁধ ভাঙছে। সুশান্ত, আপনি ছাড়া আর কেউ ধোনিকে এত ঠিকঠাক ভাবে ফুটিয়ে তুলতে পারতেন না!’
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন