বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬, ১২:৪৫:৫৩

এবার মল্লিাকার রূপে কাৎ হলেন ফরাসি যুবক

এবার মল্লিাকার রূপে কাৎ হলেন ফরাসি যুবক

বিনোদন ডেস্ক : নতুন করে আবার প্রেমে মজেছেন বলিউডের ‌মার্ডারখ্যাত অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। তবে তার এই প্রেমিক পুরুষটি ভারতের কেউ নন, তিনি ফ্রান্সের একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। তা্র নাম সিরিল অক্সেনফ্যান্স।

সূত্র বলছে, ব্যবসায়ী সিরিল অক্সেনফ্যান্সের সাথে এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় মল্লিকা শেরাওয়াতের। এরপর থেকেই তারা চুটিয়ে প্রেম করছেন। মল্লিকাও নাকি বেশ মগ্ন ব্যবসায়ী সিরিল অক্সেনফ্যান্সের প্রেমে।

সূত্র আরও বলছে, গেলো ভ্যালেন্টাইন ডে-তে নকি সিরিল মল্লিকাকে অনেকগুলো উপহারও দিয়েছেন। এরমধ্যে একটি দামি গাড়িও ছিল। আর সেই গাড়িতে করেই নাকি মল্লিকা ঘোরাঘুরি করছেন।

উল্লেখ্য, এ অভিনেত্রীকে পরবর্তীতে দেখা যাবে ড্যানিয়েল লী পরিচালিত হলিউড সিনেমা ‌‘দ্য লস্ট টম্ব’-এ।
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে