বিনোদন ডেস্ক : বলিউড বেগম কারিনা কাপুর খান ও তার নবাব সাইফ আলী খানের বাড়িতে গভীর রাতে পুলিশ হানা দিয়ে বন্ধ করে দিয়েছে পার্টি। প্রতিবেশিদের অভিযোগের ভিত্তিতে পুলিশ এ অভিযাণ চালিয়েছে।
গভীর রাতে বন্ধু-বান্ধব ও কাছের কলিগদের নিয়ে রাতভর সিনেমা দেখা, উচ্চস্বরে মিউজিক শোনা এবং হুইহুল্লোড় জন্য পুলিশে অভিযোগ করেন কারিনা কাপুরের প্রতিবেশীরা।
ভারতীয় শীর্ষস্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, গত সোমবার রাতে কারিনা তার বন্ধু বান্ধবদের নিয়ে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘কি এন্ড কা’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন। এতে হাজির ছিলেন অমৃতা অরোরা লাদাক, সোনম কাপুর, করন যোহর এবং তার বোন কারশিমা কাপুরের মত জনপ্রিয় তারকারা।
সূত্র জানায়, সিনেমা দেখার পর সবাই উচ্চস্বরে সেখানে গান বাজনার সাথে হৈ হুল্লোড় করছিলেন। আর এতে বিরক্ত বোধ করেন তাদের প্রতিবেশীরা। আর এ অপরাধেই গভীর রাতেই পুলিশ আসে সাইফ-কারিনার বাড়ি! আর তখন পুলিশ নাকি শুধু মিউজিকে অব্যাহত ধারা নিয়ন্ত্রণই করা হয়নি, বরং পুরো পার্টিটাই বন্ধ করে দেন কারিনা!
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন