বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬, ০৪:২৬:৪৫

নিজের বাগদান নিয়ে বিরক্ত হৃত্বিক, বললেন ‘রাবিশ’

নিজের বাগদান নিয়ে বিরক্ত হৃত্বিক, বললেন ‘রাবিশ’

বিনোদন ডেস্ক : খুব গোপনে গোপনে হৃত্বিক ও কঙ্গনা বাগদান সেরে ফেলেছিলেন। এমন খবর দিয়েছে ভারতের মুম্বাই মিরর পত্রিকা। আর এ খবরে রেগে-টেগে রীতিমতো আগুন হৃত্বিক। সে রাগ ঝাড়তে তিনি তার ট্যুইটারে লিখেছেন, ‘স্টপ রাইটিং রাবিশ!’

সূত্র মতে, গেলো কিছুদিন ধরে বলিউডজুড়ে বেশ আলোচিত বিষয় হচ্ছে কঙ্গনা ও হৃত্বিকের সম্পর্ক। আর এ সম্পর্কের রেশ ধরে বিরক্ত হৃত্বিক কঙ্গনাকে পাঠিয়েছেন আইনি নোটিশ। এর পরপরই হৃত্বিককে পাল্টা আইনি নোটিশ পাঠিয়েছেন কঙ্গনা। ব্যস! এরপরই বের হতে শুরু হয়েছে তাদের এক এক করে গোপন সব তথ্য।

এদিকে ভারতের ওই পত্রিকাটির খবরে বলা হচ্ছে, ২০১৪ সালে বাগদান হয়েছিল হৃত্বিক রোশন ও কঙ্গনা রনৌতের। বাগদানের পুরো বিষয়টিই নাকি হয়েছিল খুব গোপনে! কাউকে জানানো হয়নি। এমনকি কোনো সংবাদ মাধ্যমেও তা আসেনি! সম্প্রতি কঙ্গনার ঘনিষ্ঠ একটি সূত্র এমনটাই দাবি করেছে।

এদিকে কঙ্গনার আইনি নোটিশ থেকে জানা গেছে, সুজানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ থাকার পরেও হৃত্বিক গোপনে সম্পর্ক রেখেছিলেন কঙ্গনার সঙ্গে! অনেকেই বলছেন, তবে কি এই বিষয়টা নিয়েই দুজনের সম্পর্কের টানাটানি শুরু?

মুম্বাই মিরর পত্রিকা জানিয়েছে, দুজনের মধ্যে যে প্রেমের সম্পর্ক ছিল; সেটা কেউ কেউ জানতেন। কিন্তু তারা যে গোপনে বাগদানটাও সেরে ফেলেছিলেন! তা একরকম অজানাই ছিল।

বিষয়টি অজানাই থেকে যেত, যদি না কঙ্গনার এক ঘনিষ্ঠ বন্ধু এ বোমাটি ফাটাতেন! কঙ্গনার বন্ধুটি জানিয়েছেন, ২০১৪ সালে নাকি কঙ্গনাকে বিয়ের প্রস্তাব দেন হৃত্বিক! সেই বন্ধুকে নাকি কঙ্গনাই জানিয়েছিলেন যে সুজানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরই কঙ্গনাকে বিয়ে করার প্রস্তাব দেন হৃত্বিক। প্রস্তাবটি শুনে যেন আনন্দে শূন্যে ভাসছিলেন কঙ্গনা! তাও কী যে-সে জায়গায়? প্রস্তাবটি নাকি হৃত্বিক দিয়েছিলেন ‘ভালোবাসার নগর’খ্যাত প্যারিসে!
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে