বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। এই ফেসবুক দিয়ে একদিকে মানুষ যেমন উপকৃত হচ্ছে আবার ক্ষতিগ্রস্থও হচ্ছে অনেকে। তবে আজ ক্ষতির কথা নয়। উপকারের কথাই বলব।
তানহা তাসনিয়া ছিলেন ফেসবুকেই সীমাবদ্ধ। কিন্তু এখন এই তানহার দেখা মিলবে বড়পর্দায়! সেও আবার একক নায়িকা হিসেবে! হ্যাঁ, ফেসবুক থেকেই পরিচয় হয় মডেল অভিনেতা নিরবের সাথে। এরপরই নিরবের সহযোগিতায় তিনি পা রাখে চলচ্চিত্রে। তার প্রথম ছবি রফিক সিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না’।
আগামী ১৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। এদিকে এই অভিষেক নিয়ে তিনি এখন নির্ঘুম রাত কাটাচ্ছে। একদিকে যেমন তার আনন্দ হচ্ছে, আবার মনে আছে শঙ্কা। কেন? তানহা বলেন, ‘মুহূর্তটির জন্য অনেক দিন অপেক্ষা করছি। নিজেকে বড় পর্দায় দেখতে পাব। তবে মানসিক চাপ অনুভব করছি। দর্শক প্রথম আমাকে বড় পর্দায় দেখবেন, তারা আমাকে কীভাবে নেবেন, খুব ভাবনা হচ্ছে।’
প্রথম ছবির প্রথম অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তানহা জানিয়েছেন, ‘প্রথম দিন শুটিং করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে। একদিকে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো, অন্যদিকে আবার ছেলেদের হলে শুটিং। বুঝতেই পারছেন মানসিক চাপ কোন পর্যায়ে ছিল! শুটিংয়ের সময় খুব কাছ থেকে ছেলেদের মন্তব্য শুনতে পাচ্ছি। নানা ধরনের কথা। ইতিবাচক আর নেতিবাচক দুই-ই। তখন আরও ঘাবড়ে গিয়েছিলাম।’
শুটিংয়ের আগে টিভি কিংবা চলচ্চিত্রের ব্যাপারে কোনো অভিজ্ঞতা ছিল না তানহার। অভিনয় করবেন, তা কখনো ভাবেননি। তবে মাঝে মাঝে বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার ইচ্ছা হতো। বড় পর্দায় অভিনয়ের সুযোগ পাওয়া প্রসঙ্গে তানহা জানান, ‘একেবারে হুট করেই সুযোগ পেয়ে যাই। নিরব আমার ফেসবুকের বন্ধু। ফেসবুক থেকে ছবি দেখে নিরব আর ছবির পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেন। তারা আমাকে ‘ভোলা তো যায় না’ তারে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। সব শুনে আমি কী বলব, ভেবে পাইনি। পরে গল্প শুনে ভালো লাগার মাত্রা বাড়তে থাকে। রাজি হয়ে গেলাম।’
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন