বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬, ০৭:৪৩:৫১

এবার ৫ চমকে দর্শকদের চমকে দেবে ‘বাহুবলী ২’

এবার ৫ চমকে দর্শকদের চমকে দেবে ‘বাহুবলী ২’

বিনোদন ডেস্ক : ‘বাহুবলী ২’-এর প্রতীক্ষায় পুরো বাহুবলী ভক্তরা। প্রত্যেকই উৎসাহী এই ছবির পরিণতি দেখতে। প্রথম পর্বে ছবি অসমাপ্ত রেখেই বাড়ি ফিরতে হয়েছিল দর্শকদের। তাই, ‘বাহুবলী ২’-এর তৈরি হওয়ার কথা ঘোষণা হতেই জনতার উৎসাহ আরো কয়েকগুণ বেড়ে গিয়েছে।

বক্স অফিসে যে আলোড়ন ফেলেছিল ‘বাহুবলী’, তাতে দ্বিতীয় পর্ব নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ বিপুলভাবে বেড়ে গিয়েছে। তাই দর্শকদের কথা ভেবেই ছবির প্রযোজক এবং পরিচালর এস এস রাজামৌলিও চমকে ভরিয়ে দিতে চাইছেন ‘বাহুবলী ২’-কে। বিশেষভাবে শোনা যাচ্ছে ৫ বিশেষ চমকের কথা।

‘বাহুবলী ২’-এ ৫ চমক :
১. ‘বাহুবলী ২’-এ নারীশক্তির একটি বিশাল ভূমিকা রাখা হচ্ছে। মহিলা চরিত্রকে লার্জার দ্যান লাইফের মতো করে চিত্রায়িত করা হচ্ছে বলে খবর। এর আগেও আপনাদের জানানো হয়েছিল, ‘বাহুবলী ২’-এ যুক্ত হচ্ছেন শ্রিয়া সারণ। খবর, শ্রিয়া সারণ থেকে রামাইয়া, অানুশকা শেট্টি, তামান্না ভাটিয়া, শ্রিয়া সারণ— সকলেরই চরিত্রকে শক্তিশালী করা হচ্ছে। ‘বাহুবলী’-তে পুরুষদেরই দেখা গিয়েছিল শক্তি প্রদর্শন করতে। ‘বাহুবলী ২’-এ প্রমিলা বাহিনীর প্রতাপ প্রবলভাবে তুলে ধরা হচ্ছে বলে জানা যায়।

২.‘বাহুবলী’-তে অানুশকা শেট্টির চরিত্রকে গুরুত্বপূর্ণ দেখানো হলেও, তার শুরুর জীবনের কাহিনি সেখানে অনুপস্থিত। ‘বাহুবলী ২’-এর বিশাল অংশ জুড়ে থাকছে অল্পবয়সি অানুশকার চরিত্র। এতে, অানুশকাকে শক্তিশালী এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী নারী হিসাবে দেখানো হচ্ছে। এই চরিত্রের জন্য অানুশকাকে নাকি ঘোড়া দৌড়ানো থেকে তলোয়ার চালনা, ক্যারাটে— সবই শিখতে হয়েছে।

৩.‘বাহুবলী’-তে গ্রাফিক্সের কাজ চোখ ধাঁধিয়ে দিয়েছিল। ‘বাহুবলী ২’-এ ব্যবহার করা বিশ্বের অন্যতম সেরা গ্রাফিক্স প্রযুক্তি এবং ভিস্যুয়াল এফেক্টস। যা ‘বাহুবলী’-র প্রথম পর্বকেও পিছনে ফেলে দেবে দাবি করছে এস এস রাজামৌলির এ দলটি।

৪. ঝরনার মধ্যে দিয়ে পাহাড় বেয়ে উঠে যাচ্ছে বাহুবলী। পুরো পাহাড়ের গায়ে অদ্ভুতভাবে বিশ্রাম নিচ্ছে সে। ‘বাহুবলী’-র প্রথম পর্বে এমন সব দৃশ্য দেখে আঁতকে উঠেছিল দর্শকরা। সেই অনুভূতি আরো কয়েক ধাপ তুলে দিতে নানা অভিনব পরিকল্পনা নেয়া হয়েছে ‘বাহুবলী ২’-এ। এই পর্বে যুদ্ধকে আরো বেশি বাস্তবসম্মত করতে কেরালার কান্নাভাম জঙ্গলে শ্যুটিং করা হবে।

৫. অ্যাকশনের দৃশ্যগুলিকে আরো বেশি জীবন্ত করতে হলিউডের সাহায্যও নেয়া হচ্ছে। অস্কারজয়ী সিনেমা ‘দ্য রেভেন্যান্ট’-এর অ্যাকশন-দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে ‘বাহুবলী ২’-এর মারপিটের দৃশ্যগুলিকে সাজানো হচ্ছে।

আপাতত ‘বাহুবলী ২’-এর চমকগুলি নিয়েই আলোচনায় থাকুন। আর ‘বাহুবলী ২’ নিয়ে এমনই হাজারো চমকের গল্প আগামীদিনে আপনাদের জন্য থাকতে পারে বলে আমাদের আশা।
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে