বিনোদন ডেস্ক : 'দি ডিপার্টেড' খ্যাত হলিউড অভিনেতা অ্যালেস বল্ডইউনের স্ত্রী হিলারিয়া আবার সন্তানসম্ভবা। এই নিয়ে পরপর তিনবছরে তিন সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। নিজের বেবি বাম্পের ছবি দিয়ে প্রেগনেন্সির খবরটি জানিয়েছেন বল্ডউইন-ঘরণী।
সেখানেই হিলারিয়া লিখেছেন, ফের যাত্রা শুরু হল। বল্ডউইনের তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছি। যখন রাফা আমার গর্ভে ছিল, আমি প্রতি ২ সপ্তাহ অন্তর আমার বেবি বাম্পের ছবি দিতাম। সেইসঙ্গে তিনি লিখেছেন, প্রেগনেন্সিকে লজ্জা পাওয়ার বা এইসময় শরীর আড়াল করার কোনো প্রয়োজন নেই।
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই