বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬, ১০:১১:১৪

সালমানের সাথে ছবি তোলার পর যা বললেন রুনা লায়লা

সালমানের সাথে ছবি তোলার পর যা বললেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক : বাংলাদেশের প্রিয় সঙ্গীতশিল্পী রুনা লায়লা ‘দাদা সাহেব ফালকে পুরস্কার’ অনুষ্ঠান উপলক্ষে বর্তমানে ভারতের নয়াদিল্লীতে রয়েছেন। এই অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাজির হতেই তিনি সেখানে উপস্থীত হয়েছেন। দেশের যে কোনো মঞ্চে আসীন হলেই সে অনুষ্ঠানটি পৌঁছে যায় অনন্য মাত্রায়! তেমনি দেশের বাইরেও একইভাবে মঞ্চের মধ্যমনি থাকেন তিনি। অনুষ্ঠান শেষকরে তিনি ভারতের অনেক গুণী শিল্পীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

গতকাল মঙ্গলবার দেখা করতে গিয়েছিলেন ভারতের কিংবদন্তি জনপ্রিয় শিল্পী লতা মুঙ্গেশকরের বাড়িতে। সেখানে তার সাথে সাক্ষাতে এক পর্যায় সঙ্গীতসহ অনেক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়া তিনি বলিউডের এক মাত্র ব্যাচেলর খান সালমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাত শেষে সালমানের পাশে দাঁড়িয়ে কয়েকটি ছবিও তিলেছেন রুনা লায়লা।

তিনি সালমান খান সম্পর্কে ফেসবুকে লিখেছেন, ‘ওয়ান অ্যান্ড ওনলি সালমান খানের সঙ্গে সাক্ষাত করলাম। জয় হো!’

উল্লেখ্য, চলতি বছর চলচ্চিত্র শিল্পে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা 'দাদাসাহেব ফালকে বিশেষ জুরি পুরস্কার' পাচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। আগামী ৩০ এপ্রিল দিল্লীতে আনুষ্ঠানিক ভাবে রুনা লায়লার হাতে পুরস্কারটি তুলে দেয়া হবে।
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে