বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬, ১০:৫৪:১৪

সুন্দরগাঁও আসন থেকে নির্বাচনে দাঁড়ালেন মৌসুমি!

সুন্দরগাঁও আসন থেকে নির্বাচনে দাঁড়ালেন মৌসুমি!

বিনোদন ডেস্ক : আসন্ন নির্বাচনে সুন্দরগাঁও আসন থেকে নির্বাচ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। তিনি নির্বাচনী ব্যানারে লিখেছেন, আর নয় সংঘাত, সংঘর্ষ, সহিংসতা। আরো অনেক মনমাতানো শ্লোগান নিয়ে যোগ দিয়েছেন নির্বাচনী প্রচারণায়। এই পর্যন্ত পড়ে হয়তো ভাবছেন আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছে অভিনেত্রী মৌসুমী, তাই না? আসলে বিষয়টি সত্যিকারের নির্বাচনে নয়ে, একটি ছবির প্রয়োজনে তাকে নির্বাচনে যোগ দিতে হয়েছে।

পরিচালক দিলশাদুল হক শিমুলের পরিচালনায় ‘লিডার’ চলচ্চিত্রে একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে মৌসুমীকে। ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় এই নায়িকা পারিশ্রমিকের দৌড়ে নায়িকাদের মধ্যে সবার উপরে রয়েছেন। ছবিপ্রতি তিনি প্রায় সাত লাখ টাকাও পারিশ্রমিক নিয়েছেন। ডিরেক্টররাও তার অভিনয়ের কারণে সেই পারিশ্রমিক দিয়েই ছবিতে সাইনিং করিয়েছেন। কারণ সিনেমায় মৌসুমী থাকা মানেই একটি ভিন্নমাত্রা যোগ হওয়া। মজার বিষয় হলো ‘লিডার’ ছবিটিতে মৌসুমী কোনো পারিশ্রমিক ছাড়াই অভিনয় করতে রাজি হয়েছেন।

ইতিমধ্যেই এই ছবির ‘বঙ্গবন্ধু হও অাবার’ শিরোনামে একটি গান ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেপক বেশ সাড়া ফেলে দিয়েছে। ‘লিডার’ সিনেমার এ গানটি লিখেছেন এবং কণ্ঠ দিয়েছেন সিনেমাটির পরিচালক দিলশাদুল হক শিমুল নিজেই। আর গানটির সংগীতায়োজন করেছেন জীবন বিশ্বাস।

ছবিটিতে মৌসুমী ছাড়াও আরো আছেন ওমর সানী, ফেরদৌস, মতিন রহমান, আহমদে শরীফ, সোহেল খানসহ আরো অনেকেই। জানা যায়, নতুন বছরের শুরুর দিকে মুক্তি পেতে পারে ‘লিডার’ ছবিটি। তবে খুব তাড়াতাড়ি ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করে সবাইকে জানিয়ে দেয়া হবে।
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে