বিনোদন ডেস্ক : বলিউড পাড়ায় আনাচে এখনো বাজছে সেই বেদনার সূর। কান পাতলেই শোনা যাচ্ছে রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের বিচ্ছেদের গুঞ্জন৷ কিন্তু এ কি হলো! সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্লিনিকের সামনে দেখা গেল পার্ক করা আছে রণবীর-ক্যাটরিনা দু'জনেরই গাড়ি৷ তাহলে কি এখনো বিচ্ছেদ হয়নি এ জুটির! একই সঙ্গে সময় কাটাচ্ছেন তারা দু'জনে৷
সূত্রের খবর, বর্তমানে অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস' সিনেমার শুটিং করছেন রণবীর-ক্যাটরিনা৷ মুম্বাইয়ে চলছে ছবিটির শুটিং৷ এর মধ্যেই একসঙ্গে বান্দ্রার ক্লিনিকে প্রায় ঘণ্টা দু'য়েক কাটাতে হয় ক্যাটরিনা-রণবীরকে৷ ক্যাটের মুখপাত্র বলেন, 'এটা একটা রুটিন চেকআপ৷ তাই দু'জনে গিয়েছিলেন ক্লিনিকে৷ তারা ত্বকের সমস্যায় ভুগছেন৷ তাই ওখানে গিয়েছিলেন দু'জনে৷'
প্রশ্ন হল দু'জনের একই সময় ত্বকের সমস্যা দেখা দিল কি করে? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। আপনাদের কি মনে হয়?
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই