বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬, ১১:৫৬:৪৭

বিয়েতে রাজি নয় লুলিয়া, কি হবে সালমানের?

বিয়েতে রাজি নয় লুলিয়া, কি হবে সালমানের?

বিনোদন ডেস্ক : দু’বছর ধরে বলিউড পাড়ায় জোর গুঞ্জন ছিল রোমানিয়ান সুন্দরী লুলিয়ার প্রেমে পড়েছেন সালমান খান। ২০১৬-তে নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছে বলিউডের মোস্ট ব্যাচেলার এই হিরো। কিন্তু কোথায় কি? লুলিয়ার সঙ্গে বিয়ে হচ্ছে না সালমানের।

বরাবরের মতো কাহিনি কিন্তু একই। সালমানকে বিয়ে করতে রাজি নয় লুলিয়া। মিডিয়া তাদের প্রেম নিয়ে যতই মাখামাখি পর্যায়ে ভাবুক না কেন, আসলে নাকি সালমান আর লুলিয়ার মধ্যে কোনো বোঝাপড়াই নেই। সালমানের এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, 'আমি ওদের দু’জনকে বেশ কয়েক বার ফোনে কথা বলতে শুনেছি। লুলিয়াকে সালমান বিশেষ ভালবাসে বলে মনে হয় না। মাঝে মাঝেই বেশ অসম্মান ফুটে ওঠে ব্যবহারে। হ্যাঁ, ওরা ভাল বন্ধু। লুলিয়ার জন্য সালমান অনেক করেছে। তবে কেমন যেন দু’জনের মধ্যে সেই ব্যাপারটা নেই'।

সুতরাং মনে হচ্ছে ব্যাচেলার হিসেবেই আরো কিছুদিন কাটাতা হবে সালমানকে। তবে নিন্দুকেরা বলছেন অন্য কথা। ক্যাটরিনা ফিরেছে ভাইজানের জীবনে তাই লুলিয়াকে টাটা জানালেন সালমান খা।
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে