শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬, ০৩:৪৬:৫৫

যদি ফেঁসে যায় হৃত্বিক, জেল হতে পারে ১০ বছর!

যদি ফেঁসে যায় হৃত্বিক, জেল হতে পারে ১০ বছর!

বিনোদন ডেস্ক : শুরুটা হয়েছিল ‘কাইট’ ছবির শ্যুটিং করতে গিয়ে। তারপর কাছাকাছি এসেছিলেন হৃত্বিক ও কঙ্গনা। হৃতিকের ডিভোর্সের পরেও দু’জনের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়ে উঠেছিল। কিন্তু, এখন দু’জনেই দু’জনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জড়িয়েছেন। যার জেরে কেরিয়ারের সাড়ে সর্বনাশ হতে পারে হৃতিকের।

বলিউডের ফাঁড়া যেন কাটছেই না। মুম্বাই বিস্ফোরণে অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেল খেটে কিছুদিন আগে মুক্তি পেয়েছেন সঞ্জয় দত্ত। সালমানের মাথার উপরেও মাঝে মাঝে জেল খাটার খাঁড়া দুলতে শুরু করে। আর এবার এই দলে সম্ভবত নাম লেখালেন হৃত্বিক রোশন। তার উপরেও এখন ১০ বছরের জেলের খাঁড়া ঝুলছে।

কীভাবে তৈরি হল এই পরিস্থিতি? কঙ্গনা রানাউতের সঙ্গে আইনি লড়াই-এ এই বিপাকে পড়েছেন হৃত্বিক। হৃত্বিকের বিরুদ্ধে ৬৭ নম্বর ধারায় মামলা করেছেন। সেইসঙ্গে মামলা করেছেন তথ্য-প্রযুক্তি আইনে। এতে কঙ্গনা অভিযোগ করেছেন তার ই-মেল থেকে তথ্য ফাঁস করেছেন হৃত্বিক। এই অপরাধ প্রমাণিত হলে হৃত্বিকের শুধু ১০ বছরের জন্য জেলে যেতে হবে না, সেইসঙ্গে ২ লক্ষ টাকা জরিমানাও হওয়ার আশঙ্কা থাকছে।
১৮ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে