বিনোদন ডেস্ক : হৃত্বিক ও কঙ্গনার সম্পর্ক নিয়ে একের পর এক গুঞ্জন চলছেই বলিউডে। এবার সেই গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে সুজানের সাথে তার বিচ্ছেদ। অনেকেই প্রশ্ন তুলেছেন, কঙ্গনার জন্যই কি সুজানের সাথে বিচ্ছেদ ঘটিয়েছিলেন হৃত্বিক?
এদিকে যত সময় যাচ্ছে ততই কঙ্গনার সাথে হৃত্বিকের নানা রসালো গল্প বের হচ্ছে। যা এখন বলিউডের পাশাপাশি পুরো বিশ্বের সিনেপ্রেমীদের মাঝে দারুণ বিনোদনের খোরাকও হয়ে উঠছে।
এদিকে কঙ্গনা ও হৃত্বিকের আইনি লড়াইয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এইসব তথ্যের সারবত্তা না মিললেও, জোর খবর গোপনে কঙ্গনার সঙ্গে সম্পর্ক পেতেছিলেন হৃত্বিক। আর তারই মূল্য আজ চোকাতে হচ্ছে তাকে।
বলিউডে কান পাতলে এখন শোনা যাচ্ছে, ২০১৩ সালে হৃত্বিকই ফোন করে কঙ্গনাকে তার বিবাহবিচ্ছেদের খবর দেন। খবরে নাকি অবাক হয়েছিলেন কঙ্গনা। ছবির শ্যুটিং-এ তখন সুইজারল্যান্ডে ছিলেন কঙ্গনা। আর হৃত্বিক ছিলেন আমেরিকায়। ফোনেই হৃত্বিক নাকি কঙ্গনাকে বিয়ের প্রস্তাব দেন। সেই সাথে নাকি জানিয়েছিলেন, বিবাহবিচ্ছেদের পরেই তিনি বিয়ে করতে চান। কঙ্গনা হৃত্বিককে নাকি বিয়েতে ‘হ্যাঁ’ বলে দিয়েছিলেন।
কিন্তু, ২০১৪ সালরে ফেব্রুয়ারি আসতেই হৃত্বিক তার প্রতিশ্রুতি থেকে সরতে থাকেন। সেসময়ই হৃত্বিক শুরু করেছিলেন ‘ব্যাং ব্যাং’-এর শ্যুটিং। হৃত্বিক বিয়ে নিয়ে নিশ্চুপ থাকায় কঙ্গনাও নাকি আর বিষয়টি ঘাটাঘাটি করেননি। কারণ কঙ্গনা নাকি সবসময়েই চেয়েছিলেন পরিস্থিতি অনুকূল না হলে হৃত্বিকের সঙ্গে সম্পর্ক প্রকাশ্য আনবেন না ।
বলিউড সূত্রে আরও যা খবর, কঙ্গনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে বাবা-মা-এর সঙ্গে সুইজারল্যান্ডে গিয়েছিলেন হৃত্বিক। সেসময় কঙ্গনা আবার শ্যুটিং করছিলেন প্যারিসে। সুইজারল্যান্ড থেকেই নাকি প্যারিসে গিয়েছিলেন হৃত্বিক। সঙ্গে নিয়ে গিয়েছিলেন হিরের আংটি। আর সেই আংটি দিয়েই নাকি কঙ্গনাকে ‘প্রোপোজ’ করেছিলেন।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন