বিনোদন ডেস্ক : সুলতান-এর শুটিং শুরু হওয়ার পর থেকেই আনশকা এবং বিরাটের সম্পর্কে ফাটল ধরে। আর তারপরই সোশ্যাল সাইটে বিরাট জানিয়ে দেন, আনুশকার সঙ্গে আর কোনও সম্পর্ক নেই তার।
বলিউডে ওই সময় শোনা যাচ্ছিল, কেরিয়ার নিয়ে এখন বেজায় ব্যস্ত আনুশকা। তাই, এখন কোনওভাবেই বিয়ে করতে পারবেন না তিনি। আর তাতেই নাকি রেগে যান বিরাট। ভেঙে যায় সম্পর্ক। কিন্তু, এসব বাজে কথা। জানেন কি, বিরাট এবং আনুশকার ব্রেকআপের পিছনে রয়েছেন রণবীর কাপুর?
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রণবীর কাপুর এবং আনুশকা শর্মার সিনেমা ‘বম্বে ভেলভেটে’র জন্য বিরাট প্রায় ৪০ কোটি টাকা ঢেলেছিলেন। মোট ১২০ কোটি টাকা বাজেটের সিনেমায় বিরাটই দিয়েছিলেন ৪০ কোটি। কিন্তু, সিনেমা মুক্তির পর দেখা যায়, ‘বম্বে ভেলভেট’ মাত্র ২৪ কোটি টাকার ব্যবসা করেছে। আর সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত।
বক্স অফিসে ‘বম্বে ভেলভেট’ মুখ থুবড়ে পড়ার কিছুদিনের মধ্যেই বিরাট ওই টাকা নিয়ে তলব শুরু করেন। আর তাতেই চটে যান আনুশকা। তারপরই দু’জনের মধ্যে দুরত্ব তৈরি হয়। আর সেখান থেকেই তা বিচ্ছেদের রূপ নেয়।
এদিকে শোনা যাচ্ছে, বিরাট, আনুশকার মধ্যে ভুল বোঝাবুঝি মিটতে চলেছে। এশিয়া কাপের পর পরই বিরাটকে ফোন করে অভিন্দন জানিয়েছিলেন আনুশকা। তারপর সুলতানের শুট থেকে সময় বের করে বিরাটের সঙ্গে দেখাও করেছেন তিনি।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন