শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬, ০৯:৪৯:০৭

এবার ফাঁস হবে বিদ্যা বালান ও অর্জুন রামপালের কাহানি

এবার ফাঁস হবে বিদ্যা বালান ও অর্জুন রামপালের কাহানি

বিনোদন ডেস্ক : অবশেষে শুরু হয়েছে নির্মাতা সুজয় ঘোষের ‌‘কাহানি-২’ চলচ্চিত্রের শুটিং। প্রথমদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন ছবির মুখ্য অভিনেত্রী বিদ্যা বালান। ছবিটির অপর মুখ্য অভিনেতা অর্জুন রামপাল দিন কয়েকের মধ্যেই টীম কাহানির সাথে যোগ দিবেন।

এদিকে সুজয়ও তার কাহানি ছবির শ্যুটের কথা টুইটারের মাধ্যমে নিশ্চিত করছেন, ‘কাহানি’র একটি ক্ল্যাপারবোর্ডের ছবি দিয়ে।

সুজয় ঘোষের ‘কাহানি’ ছবিতে বিদ্যা একজন অন্তঃস্বত্ত্বা মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন। যে তার স্বামীর খোঁজে পথে বেরিয়ে পড়েছিলেন। ছবিটি ২০১২ সালের অন্যতম ব্লকব্লাস্টার ছিল।

২০১২ সালের ‘কাহানি’তে বিদ্যার সঙ্গে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, নওয়াজউদ্দীন সিদ্দিকি, ইন্দ্রনীল সেনগুপ, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং শ্বাশত চট্টোপাধ্যায়। ‘কাহানি-২’র শ্যুটিং শুরুর সঙ্গে সঙ্গে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ছবির অন্যতম মুখ্য চরিত্র অর্জুন রামপাল।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে