শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬, ১১:৫৯:৩৯

তাহসানের সাথে শখের অনস্ক্রিন প্রেম

তাহসানের সাথে শখের অনস্ক্রিন প্রেম

বিনোদন ডেস্ক : গানের জগতের মানুষ ছিলেন তাহসান। এরপর আফসানা মিমির অনুরোধে পা রাখলেন অভিনয়ে। এরপর বিশেষ দিবস মানেই তাহসান অভিনীত নাটক। ভক্ত অনুরাগিরাও অপেক্ষায় থাকেন তার নাটক দেখার জন্য।

আর তাহসানের নাটকগুলোও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে থাকে। এছাড়া দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখে নির্মাতাদের কাছেও অসম্ভব রকম চাহিদা রয়েছে তাহসানের। বর্তমানে তিনি গান ও অভিনয়, দুই ভুবনেই অত্যন্ত জনপ্রিয় একজন তারকা।

অন্যদিকে মডেল ও অভিনয় অর্থাৎ ছোট ও বড় পর্দায় দারুণ জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবীর শখ। তার স্থানে তিনিও অসম্ভব রকমের চাহিদা সম্পন্ন একজন অভিনেত্রী। নির্মাতাদের কাছেও রয়েছে তার চাহিদা।

সম্প্রতি এই দুই তারকাকে প্রথমবারের মতো একত্রিত করেছেন নির্মাতা মোর্শেদ রাকিন। তানিন রহমানের লেখা ‘তোমায় ভালোবেসে’ নাটকে দেখা যাবে তাহসান ও শখের প্রেম। কেমন হবে তাদের সে কেমেস্ট্রি? এ উত্তর পেতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে কিছুটা সময়।

কেন না, শুক্রবার এবং শনিবার ঢাকার কয়েকটি লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ করা হবে এবং শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেল-এ প্রচার করা হবে।
 
এ প্রসঙ্গে শখ বলেন, নাটকের গল্পটি একেবারেই রোমান্টিক।  ফেসবুকে একটি ছেলে একটি মেয়ের প্রেম-ভালো লাগা এবং এর শেষ পরিণতি নিয়েই নাটকটির গল্প সাজানো হয়েছে।  আমার কাছে গল্পটি বেশ ভালো লেগেছে।  আশা করি, দর্শকদের কাছে নাটকটি ভালো লাগবে।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে