আন্তর্জাতিক ডেস্ক : ৮৯ জন জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে ক্যামেরুন। এরা সবাই ইসলামী জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়ে বিবিসি।
দেশটির উত্তরাঞ্চলীয় নাইজেরিয়া সীমান্তে বেশ কয়েকটি হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করে তাদের সামরিক আদালতে মৃত্যুদণ্ড দেয়া হয়।
২০১৪ সালে ক্যামেরুন সন্ত্রাসবিরোধী আইন পাশ করে। এই আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়। আইনটি পাশ হওয়ার পর এই প্রথম অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ দণ্ড ঘোষণা করা হল।
বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৮৫০ জনকে গ্রেফতার করে ক্যামেরুন। মৃত্যুদণ্ড পাওয়া ৮৯ জন এই গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন।
এদিকে এই মৃত্যুদণ্ড ঘোষণার পর থেকে দেশটির একটি মানবাধিকার গোষ্ঠী ক্যামেরুনের বিচার ব্যবস্থার সংস্কার দাবি করেছে। এ নিয়ে চলছে এখন আলোচনা।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন