বিনোদন ডেস্ক : ‘কত্তো কথা বলে রে’ মনে আছে বাংলা লিংকের সেই? এই বিজ্ঞাপনের মাধ্যমেই শোবিজে জগতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন সোহেল খান। ওই বিজ্ঞাপ চিত্রে তার চরিত্রের নাম ছিলো সোহেল ভাই।
ভাবছেন এসব কথা কেন বলছি! কারণ হচ্ছে, সেই সোহেল ভাই এবার চ্যায়ারম্যান নির্বাচন করতে যাচ্ছেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়বেন। এরই মধ্যে সরকারি দলের পক্ষে মনোনয়ন চেয়ে আবেদন করেছেন।
সোহেল খান জানিয়েছেন, ‘এলাকাবাসীর সেবা করার ইচ্ছে আমার অনেক দিনের। গত বছর স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে চেয়েছি, কিন্তু নির্বাচন হয়নি। তখন থেকেই জনসংযোগ চালিয়ে যাচ্ছি। এলাকার অনেকেই আমাকে সমর্থন দিচ্ছে’।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন