বিনোদন ডেস্ক : অবশেষে নীরবতা ভাঙলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। কঙ্গনা রানাউতের সঙ্গে আইনি লড়াইয়ের খবর প্রকাশ্যে চলে আসায় ক্ষিপ্ত এখন তিনি। বিশেষ করে যেভাবে গোটা ঘটনায় তার দিকে আঙুল উঠেছে তাতে মোটেও খুশি নন এই অভিনেতা।
হৃত্বিক সরকারিভাবে দেওয়া বয়ানে দাবি করেছেন, গোটা বিষয়টা গোপনীয়তার সঙ্গে আইনিভাবে মেটাতে চেয়েছিলেন। কিন্তু, এর মধ্যে এমন কিছু লোক অযাচিতভাবে ঢুকে পড়েছেন যে, তাদের জন্য গোটা বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। সবচেয়ে বড় কথা, এই আইনি লড়াই কেন এরা সেই বিষয়টাই ঠিক করে জানেন না।
তার দাবী, এমনকী, যেভাবে গোপন কিছু তথ্যকে জনসমক্ষে কাটাছেঁড়া করা হচ্ছে, তাতে যা ঘটছে, তাকে বিশ্বাসের গলা টেপা ছাড়া আর কিছুই বলা সম্ভব নয়। অন্যের পরিচয় এবং সম্মানকে মর্যাদা জানিয়েই চুপচাপ বিষয়টা মেটাতে চাইছিলাম। কিন্তু, কেউ যখন একজনের সম্মান এবং পরিবারের সম্মান নিয়ে টানাহেঁচড়া করেন তখন মুখ খোলা ছাড়া আর কোনও উপায় থাকে না।
হৃত্বিক আরও দাবি করেছেন, যে ই-মেল আইডি তার বলে দাবি করা হচ্ছে, সেটা তার নয়। কেউ তার নামে ই-মেল অ্যাকাউন্ট খুলেছিল কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে। এরজন্য ২০১৪ সালে পুলিশের কাছে একটি অভিযোগও করেছিলেন। চলতি বছরে বেশ কিছু অস্বাভাবিক জিনিস হওয়ায় ফের ওই অভিযোগ তিনি পুলিশের সামেন নিয়ে আসেন বলে দাবি হৃত্বিকের।
সেইসঙ্গে, তার অভিযোগ একজনের মানসিকতা যখন প্রচণ্ডই নীচে নেমে যায়, তখন তার উচিত এই সমস্যা নিয়ে আলোচনা করা। তিনি কাউকে ব্যক্তিগত আক্রমণও করেননি বলে দাবি হৃত্বিকের।
তার আরও দাবি, গোটা বিষয়টিতে তাকে চুপ থাকতে অনুরোধ করা হয়েছিল। তিনি সেটাই করছিলেন, যেমন গত ২ বছর ধরে করে এসেছেন।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন