বিনোদন ডেস্ক : কিছুদিন আগে বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মেয়ে আদিরার জুতো ভাইরাল হয়ে গিয়েছিল ইন্টারনেট দুনিয়ায়। আর এবার যে খবরটি নিয়ে হৈ চৈ হচ্ছে, তা হলো প্রথম বারের মতো দেশের বাইরে যাচ্ছেন আদিরা।
জানা গেছে, গরমের ছুটিতে রানী মুখার্জিদের সাথে আদিরা যাচ্ছে প্যারিস। অবশ্য এখন তার শুধু ছুটিরই দিন। আসলে বাবা যাচ্ছেন প্যারিস পিছু নিয়েছে ছোট আদিরা। একা থাকতে পারবেনা তাই মা রানীও যাবে সঙ্গে।
যশরাজ প্রোডাকশনের নেকস্ট ফিল্ম ‘বেফিকর’। এছবির শুটিং শুরু হবে প্যারিসে। মেয়ে যদি চোখের আড়াল হয়, সে কারণে আদি নিজের সঙ্গে প্যারিসেনিয়ে যাচ্ছেন আদিরা-রানীকে। প্যারিসে শহরে একটি অ্যাপাটমেন্ট ভাড়াও নেওয়া হয়ে গিয়েছে। চলে এসেছে আদিরার ভিসাও। এখন শুধু ওড়ার অপেক্ষা।
ছোট আদিরা এখনও বলিপাড়ার মোস্ট স্পেশাল কিডস। তার দেখা এখনও মেলেনি। মা রানী কিছুদিন আগে অবশ্য আদিরার একটি জুতো পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তোমার চোখে আমি ডুবেছি। আসলে ডুবিনি, স্বেচ্ছায় এ চোখে আত্মহুতি দিয়েছি।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন