বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত ধুম সিরিজের চতুর্থ ছবি ‘ধুম-ফোর’ এ থাকছেন হৃত্বিক রোশন! এমন একটি খবর তার ভক্ত অনুরাগিদের জন্য নিঃসন্দেহে দুঃখজনক। আর তাই তো এ খবরটি শোনার পর থেকে তার ভক্তরাও হতাশ হয়েছেন।
এ ছবিতে তিনি থাকছেন না এমন সংবাদ খোদ হত্বিক রোশন নিজেই দিয়েছেন। তবে কেন থাকছেন না? সে বিষয়ে এখনও তেমন কিছু জানা যায়নি।
জানা গেছে, ‘ধুম’ সিরিজ তৈরি হতে চলেছে। এমন খবর আসার সঙ্গে সঙ্গে ছড়িয়েছে হৃত্বিক রোশনের নাম। শোনা গিয়েছিল ‘বাহুবলী’ স্টারের সঙ্গে দেখা যাবে হৃত্বিককে। কিন্তু সম্প্রতি ফ্যানদের সঙ্গে একটি চ্যাট সেশনে নায়ক তার আগামী ছবির একটি তালিকা দিয়েছেন। সেখানে কোথাও উল্লেখ নেই ‘ধুম-৪’ এর।
এবছর মুক্তি পাচ্ছে আশুতোষ গোয়াত্রিকরের ‘মহেঞ্জোদারো’। এরপর সঞ্জয় গুপ্তার ‘কাবলি’ ছবিতে দেখা যাবে তাকে। এছাড়া গ্রীক দেবতার ঝুলিতে রয়েছে ‘থাগ’। তবে নেই ধুম সিরিজ।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন