বিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চনকে বলিউডের শাহেন শাহ বলা হয়। বর্তমানে তাকে বলিউডের বটবৃক্ষ বলেও মনে করেন অনেকে। এবার এই শাহেন শাহকে ভারতের অভিভাবক তথা রাষ্ট্রপতির পদে দেখতে চাইছেন বলিউড অভিনেতা ও বিজেপির সংসদ শত্রুঘ্ন সিনহা।
গত বৃহস্পতিবার ভারতের পাটনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অমিতাভকে নিয়ে এ কথা বলেছেন শত্রুঘ্ন সিনহা।
একসময় অমিতাভের সাথে শত্রুঘ্ন সিনহা অনেক ছবিতেই অভিনয় করেছেন। তারা দু'জন আবার বেশ ভালো বন্ধুও। শুধু তাই নয়, শত্রুঘ্ন সিনহা একজন সংসদ সদস্য হলেও অমিতাভকে কিন্তু বেশ মান্যও করেন।
শত্রুঘ্ন সিনহা ওই সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারতের সংস্কৃতি জগতের আইকন অমিতাভ। দেশের সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন তিনি। তাই ভারতের পরবর্তী রাষ্ট্রপতি পদে তাকে দেখতে পেলে খুশি হব।’ শত্রুঘ্ন সিনহাকে প্রশ্ন করা হয়েছিল, ‘অমিতাভ আপনাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চেয়েছেন?’ এরই জবাবে শত্রুঘ্ন এ কথা বলেছেন।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন