বিনোদন ডেস্ক : বয়স অল্প, তাতে কি? পূজা চেরি এখনই শোবিজ অঙ্গনে বেশ পরিচিত মুখ। তাই তো একের পর এক বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রেও দেখা যাচ্ছে তাকে।
সেই ধারাবাহিকতায় এবার তাকে দেখা যাবে কলকাতার সুপারস্টার জিৎ এর সাথে একই ছবিতে। ভাবছেন নায়িকা! না। পূজাকে দেখা যাবে বাংলাদেশ ও কলকাতার যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’তে জিৎ এর বোনের চরিত্রে।
সম্প্রতি উত্তরাতে জিৎ এর সাথে শুটিং-ও করেছেন পূজা। এ নিয়ে তার উচ্ছ্বাসও কম নয়। তিনি জানিয়েছেন, জিৎ দাদার সঙ্গে শুটিংয়ে সুন্দর সময় কাটিয়েছি। তিনি খুব ভালো মনের মানুষ। বেশ সহযোগিতা করেছেন।
এদিকে একই ছবির শুটিং এর জন্য চলতি মাসের ২০ তারিখে ভারতে যেতে হবে পূজাকে। সেখানে তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন প্রিয় নায়কের সঙ্গে।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন