শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬, ০৬:০৪:৫৩

বহু প্রতীক্ষার পর এক মঞ্চে বলিউডের ৩ খান!

বহু প্রতীক্ষার পর এক মঞ্চে বলিউডের ৩ খান!

বিনোদন ডেস্ক : বলিউডের তিন খানকে শেষ কবে এক সাথে এক মঞ্চে দেখা গিয়েছিল! তা বোধ হয় কেউ বলতে পারবেন না। তবে এই তিন খানকে এক সাথে দেখার আগ্রহটা তাবৎ পৃথিবীতে ছড়িয়ে থাকা তাদের ফ্যানদেরও চাহিদা।

আর সে চাহিদা এবার পূরণ হতে যাচ্ছে। দেখা মিলবে একই মঞ্চে বলিউডের প্রভাবশালী শাহরুখ, সালমান ও আমির খানকে। আর সেটা দেখা যাবে TOIFA অ্যাওয়ার্ড।

এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে দুবাইতে। আর এ জন্য দু'দিন আগেই দুবাই পৌঁছে গিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। এছাড়া গতকাল এই একই কারণে দুবাইয়ে এসে পৌঁছেছেন বলিউড সুলতান সালমান খানও। সেই সাথে সালমান খানের সাথে দুবাই বিমান বন্দরে দেখা গিয়েছে বলিউডের জেন্টলম্যান, আমির খানকেও।

এদিকে TOIFA-র ভেনুতে 'বাদশা' আর 'সুলতান' কে পারফরম্যান্সের প্রস্তুতি নিতে দেখা গেলেও প্রাত্যাশা মতো কোথাও দেখা যায়নি আমিরকে। তাই তিন খানকে এক ফ্রেমে দেখা যাবে কিনা তা এখনও পর্দার আড়ালেই। অবশ্য 'সারপ্রাইজ' তো এমনই হয়।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে