বিনোদন ডেস্ক : অধুনা আখতারের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের বিবাহিত জীবন শেষ হওয়ার পর, ফারহান আখতারের সঙ্গে একাধিক অভিনেত্রীর প্রেমের গল্প শোনা গেছে বলিউডের বাতাসে কান পাতলে। কিন্তু সূত্রের দাবি ফারহান তার ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সহ-অভিনেত্রী কল্পি কোচলিনের সঙ্গেই প্রেমের সম্পর্কে বাঁধা পড়েছেন। মিড-ডে-তে প্রকাশিত খবর অনুযায়ী খুব শীঘ্রই একসঙ্গে থাকতে শুরু করবেন ফারহান-কল্কি।
সূত্রের দাবি, দুজনে একে অপরের প্রেমে আচ্ছন্ন দীর্ঘদিন ধরে। প্রসঙ্গত এই সম্পর্কের শুরু ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র শ্যুটিংয়ের সময় থেকে। তারপর বিভিন্ন কারণে একে অপরের সঙ্গে সেভাবে দেখা করা সম্ভব হয়নি। কিন্তু ফারহানের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর, শোনা যাচ্ছে দুজনের সম্পর্ক ফের জোরাল হয়েছে। এমনকি একসঙ্গে থাকারও ভাবনাচিন্তা করছেন দুজনে।
পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কল্পি, এবং অধুনার সঙ্গে ছাড়াছাড়ির পর ফারহান, দুজনেই ভালবাসাকে ফের দ্বিতীয়বার উপলব্ধি করার জন্যে তৈরি। এবার ফারহানের মনের ঘরে লেগেছে প্রেমের হাওয়া।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই