বিনোদন ডেস্ক : বায়োপিক দর্শকের মনে একটা কৌতূহল তৈরি করে বটে, তবে ছবির গল্পের মধ্যে কোনো ফাঁক থাকলে চলবে না৷ কারণ দর্শকরা একটা ভালো গল্প সব সময় খোঁজেন৷ দিনের শেষে এটাই সত্যি৷ এমনটাই মন্তব্য করেছেন অভিনেত্রী শাবানা আজমি৷ ভালো ছবি সব সময়েই দর্শকদের মনে দাগ কাটে৷ শুধু তাই নয়, সেই ছবির বিষয় যদি বাস্তব জীবনের কোনো ঘটনা, বা চরিত্রকে নিয়ে হয়, তাহলে তা নিয়ে একটা কৌতূহলতো থাকেই৷
সম্প্রতি এমন মতামতই জানিয়েছেন অভিনেত্রী শাবানা আজমি৷ তার অভিনীত ছবি 'নীরজা'-র প্রসঙ্গেই বর্ষীয়ান অভিনেত্রীর এই মন্তব্য৷ 'নীরজা'-তে সোনম কাপুরের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি৷ বক্স অফিসে 'নীরজা'-র সাফল্য রীতিমতো উল্লেখযোগ্য৷ তা হলে কোনো বাস্তব ঘটনা বা কারো জীবন যদি ছবির বিষয় হয়, তা নিয়ে একটা হাইপ তৈরি হয়৷ বলিউডে এটা নতুন কোনো ঘটনা নয়৷ এর আগে 'ভাগ মিলখা ভাগ' ছবির ক্ষেত্রেও একটা হাইপ তৈরি হয়েছিল৷ এই হাইপ কি ছবির সাফল্যের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়?
এই প্রশ্নের জবাবেই শাবানার বক্তব্য, শুধু বায়োপিক হলেই যে সেই ছবি বক্স অফিসে সফল হবে তা নয়৷ ছবির গল্প তার সাফল্যের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ৷ সেটা বায়োপিক হতেও পারে আবার নাও হতে পারে৷ বায়োপিক না হলেও বাস্তব জীবনের অনেক ঘটনা থেকেও ছবির গল্প অনুপ্রাণিত হতে পারে৷ আবার এই সবের বাইরেও একটা নতুন গল্পও ছবির বিষয় হতে পারে৷ যাই হোক না কেন, সেখানে কোনো ফাঁক থাকলে চলবে না৷ তার কথায় 'আমি মনে করি না ভালো ছবি হতে গেলে কেবল বায়োপিকই হতে হবে৷ ছবি তৈরির অন্যতম কাঁচা মাল হল ছবির গল্প৷ গল্প যেখান থেকেই আসুক না কেন, তা ভালো হতে হবে৷'
প্রায় চার দশক ধরে অভিনয় করছেন শাবানা৷ তার অভিজ্ঞতা বলছে দর্শক সব সময়েই একটা ভালো গল্প খোঁজেন৷ তাদের যদি ছবির গল্প ভালো লাগে, তাহলে তা কোথা থেকে এলো তা নিয়ে বিশেষ মাথাব্যথা থাকে না৷ আর সেই ভালো গল্প যদি কোনো বায়োপিক হয়, তাহলে তা দর্শকের মনে একটা কৌতূহলের সৃষ্টি করবে তো বটেই৷ এই কারণেই তো বায়োপিক তৈরি হয়৷ 'নীরজা'র গল্প ঠিক সেই কারণেই মানুষের মনে কৌতূহল তৈরি করেছে৷
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই