বিনোদন ডেস্ক : হৃত্বিকের সঙ্গে সব ধরণের ঝামেলা চোকাতে হতে পারে কঙ্গনা রানাওয়াতকে। আর সে কারণে বলিউডের প্রথম সারির কায়েকজন নায়ক-নায়িকাকে বন্ধুর তালিকা থেকে বাদ দিতে হতে পারে। সে তালিকায় রয়েছেন বলউড মেগাস্টার আমির খান ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো বন্ধু। এমনই মনে করছে বলিউডের একাংশ।
যে যতই বলুক, নারী পুরুষ সমান সমান। সমাজে কিন্তু তার প্রতিফলন নজরে পড়ে না। ব্যতিক্রম নয় বলিউড ইন্ডাস্ট্রিও। সেখানেও হিরোদের রমরমা অবস্থা। তাদের কথাতেই অনেকসময় ঠিক হয় কাস্টিং, মার্কেটিং। তাই হিরোদের চটিয়ে বলিউডে টিকে থাকা বেশ কঠিন। সমালোচকরা মনে করছেন, সেই কঠিন অবস্থারই মুখোমুখি হতে পারেন কঙ্গনা রানাওয়াত।
আমির খান ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার বন্ধুত্বে ফাটল ধরতে পারে। কারণ, তারা হৃত্বিকের ততটাই ভালো বন্ধু যতটা কঙ্গনারও। কিন্তু এই আইনি সমস্যা তৈরি হওয়ার পর প্রিয়াঙ্কা বা আমির হৃত্বিকের পাশের দাঁড়াবেন বলে মনে করছে বলিউডের একাংশ। ফলে কঙ্গনার ক্ষেত্রে পথ চলা যে সহজ হবে না।
তার উপর আবার শোনা যাচ্ছে, অনেকে প্রথম সারির অভিনেতা নাকি কঙ্গনার সঙ্গে অভিনয় করতে রাজি নন। কানাঘুষো, তাদের মধ্যে নাকি আছেন অজয় দেবগন ও সঞ্জয় দত্ত। রাসকেল ও ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাইয়ে কঙ্গনার কো স্টার ছিলেন তারা। তখন নাকি তাদের সঙ্গেও কঙ্গনার কিছু সমস্যা হয়।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই