শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬, ১০:০৩:৩৩

যে কারণে ১০ বছরের জেল হতে পারে হৃতিকের

যে কারণে ১০ বছরের জেল হতে পারে হৃতিকের

বিনোদন ডেস্ক : এর আগে অনেক কিচ্ছা দেখেছে বলিউডে।  আন্ডারওয়ার্ল্ড যোগাযোগ থেকে গুলশন কুমার হত্যা, সাইনি অহুজার মামলা ইত্যাদি অনেক কিছুই খবরের শিরোনামে হসেছে।  কিন্তু দুই স্টারের মধ্যে তর্কাতর্কি থেকে এ রকম বিশ্রী পরিস্থিতি এর আগে কখনো দেখা গেছে বলে কেউ হয়তো মনে করতে পারবেন না।

কঙ্গনা রানাওয়াত এবং হৃতিক রোশনের মধ্যে 'সিলি এক্স' মন্তব্য ঘিরে পরিস্থিতি এতটাই জটিল হয়েছে, যার কারণে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে হৃতিকের।

অন্তত এমনটাই জানিয়েছেন কঙ্গনার উকিল রিজওয়ান সিদ্দিকি।  বাকবিকণ্ডার মধ্যে হৃতিক এমন কিছু কাজ করে ফেলেছেন যা তার পক্ষে অত্যন্ত ক্ষতিকাক হতে পারে।  

এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় দণ্ডবিধির ৬৭ ধারা অনুযায়ী কোনো মহিলার সম্পর্কে অশ্লীল তথ্য ইলেকট্রনিক মিডিয়ার কাছে জানালে তা গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে। ৪৯৯ এবং ৫০০ ধারা অনুযায়ী মানহানি এবং ৫০৬ ধারায় মামলা হলে সব মিলিয়ে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে হৃতিকের।

যদিও আইনি পদক্ষেপ একা কঙ্গনা করেননি।  হৃতিকও আইনি চিঠি ধরিয়েছেন কঙ্গনাকে।  তার আগে অবশ্য মুম্বাই পুলিশের বেশ কয়েকজন শীর্ষকর্তার সঙ্গে বৈঠকও করেছেন তিনি।

একে অপরের প্রতি মেইল বক্স হ্যাক করে তথ্য মুছে দেয়ারও অভিযোগ করেছেন।  ঘটনা যাহোক তা যে অত্যন্ত জটিল হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।
১৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে