আন্তর্জাতিক ডেস্ক : আগামী বছরই শেষ হচ্ছে ভারতের রাষ্ট্রপতি পদের মেয়াদ৷ ভারতের রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেবেন প্রণব মুখার্জি৷ কিন্তু এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? এই পদে বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহার পছন্দ অমিতাভ বচ্চন৷
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিনহা বলেন, ‘‘অমিতাভ বচ্চন যদি রাষ্ট্রপতি হন, তাহলে সেটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়৷ বিগ বি রাষ্ট্রপতি হলে দেশের গৌরবও বাড়বে৷ সিনহা আরও বলেন, অমিতাভ বচ্চন অনেক মাইলস্টোন পেরিয়েছেন৷ তিনি রাষ্ট্রপতির আসনে বসলে, আমি সত্যিই আনন্দিত হব৷’’
উল্লেখ্য, কিছুদিন আগেই শত্রুঘ্ন সিনহার আত্মজীবনী ‘AnythingBut Khamosh’-এর প্রকাশে গিয়ে রাষ্ট্রপতি হিসেবে বিজেপি সাংসদের নাম প্রস্তাব করেছিলেন অমিতাভ বচ্চন। এবার সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘দোস্তানা’ দেখালেন শত্রুঘ্ন সিনহা৷ তার মতে, তিনি নিজে নন বরং অমিতাভ বচ্চনই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার বেশি যোগ্য৷
১৯ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস