শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ০৭:৫৬:২৭

এবার মোশারফ করিম শাহানশাহ

এবার মোশারফ করিম শাহানশাহ

বিনোদন ডেস্ক : জীবন ও বোধের নানা ধরনের সম্পর্ক নিয়ে পিঁপড়াবিদ্যাখ্যাত অভিনেতা নূর ইমরান মিঠু নির্মাণ করেছেন ‘কালপুরুষ কানাগলি’ শিরোনামের একটি টেলিছবি। এতে অভিনয় করেছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম।

টেলিছবিতে মোশারফ করিমকে দেখা যাবে শাহানশাহ চরিত্রে। এটির শুটিং হয়েছে এ মাসের শুরুতে ঢাকার হাজারীবাগ ও জেনেভা ক্যাম্প।

এদিকে হাজারীবাগ ও জেনেভা ক্যাম্পে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম মোশারফ করিমের কাছে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘জেনেভা ক্যাম্পে যখন শুটিং করতে যাই, তখন অন্য রকম কিছু ঘটনার মুখোমুখি হয়েছিলাম। সেসব থাক। ওখানে একটা কাওয়ালি গানের দল আছে। ওদের সঙ্গে কাজ হলো। জেনেভা ক্যাম্পের আটপৌরে জীবনের মধ্যে যে কয়েকজন কাওয়ালিশিল্পী আছেন, এটা আগে জানা ছিল না।’

পরিচালক বললেন, ‘গল্পটি শোনার পর মোশাররফ ভাই অনেক প্রশংসা করেছেন। তার পূর্ণ সহযোগিতা নিয়েই কাজটি করেছি।’ টেলিছবিতে আরও অভিনয় করেছেন শাহাদাত হোসেন, ফারজানা চুমকি, জুঁই করিমসহ অনেকে। এটি প্রচারিত হবে চ্যানেল আইতে।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে