শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ০৮:১৪:০৬

জেলখানার ৪২ মাসের কষ্টের বর্ণনা দিলেন সঞ্জয় দত্ত

জেলখানার ৪২ মাসের কষ্টের বর্ণনা দিলেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সঞ্জয় দত্ত। তাই হয় তো তিনি জেলখানাতে অন্যান্য বন্দিদের থেকে একটু বেশি ভালো ব্যবহারই পাবেন। এমনটাই ভাবছেন? যদি এমনটা ভেবে থাকেন, তবে ভুল। বরং তিনি সাধারণ বন্দিদের থেকেও অনেক বেশি খারাপ ব্যবহার পেয়েছেন।

দীর্ঘ ৪২ মাস পুণের ইয়েরওয়াড়া জেলে কাটিয়ে গত মাসে মুক্তি পেয়েছেন সঞ্জয়। আর সেই জেলখানার বন্দিদশার অবস্থা বর্ণনা করতে গিয়ে মুন্নাভাইখ্যাত সঞ্জয় দত্ত এ কথা বলেন। তিনি বলেন, ‘মুক্তির অনুভূতি’ এখনও স্পর্শ করেনি আমাকে!

একটি আলোচনাসভায় সঞ্জয় দত্ত বলেন, ‘গত ২৩ বছরে একাধিকবার জেলে ঢুকেছি-বেরিয়েছি। নিঃসঙ্গ বন্দিদশা কাটিয়েছি। নিজেকে মুক্ত ভাবতে এখনও সময় লাগবে।’

এছাড়াও সঞ্জয় দত্ত আরো বলেছেন, ‘আমি একজন মুক্ত মানুষ হিসাবে বাঁচতে চাই। কিন্তু এখনও মনের মধ্যে সেই অনুভূতি তৈরি হয়নি।’

তিনি জানান, কারাবাস-জীবনে শারীরিক ধকলের চেয়েও মানসিক চাপ তাকে অনেক বেশি বিপর্যস্ত করেছে। প্রতিনিয়ত নানা বিধিনিষেধের ঘেরাটোপে বেঁধে রাখা হতো তাকে।

সঞ্জয় বলেন, ‘সকলেই ভাবেন, আমি জেলে ভিআইপি বন্দির সুবিধা ভোগ করেছি। কিন্তু আদৌ তা নয়। সত্যি বলতে কী, অন্য বন্দিদের তুলনায় আমাকে অনেক বেশিই খারাপ ব্যবহার পেতে হয়েছে।’ তার অভিযোগ, ইয়েরওয়াড়া জেলের জঘন্যতম জিনিস হল সেখানকার খাবার, বন্দিদের পক্ষে যা গলাধঃকরণ করা অত্যন্ত কষ্টকর।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে