বিনোদন ডেস্ক : নিজেদের গোপন সম্পর্ক এবং পাল্টাপাল্টি আইনি নোটিশের কারণে এ পর্যন্ত জল ঘোলা কম হয়নি। লোকও হেসেছে অনেক। ছড়িয়েছে নানা গুঞ্জন। বেরিয়েছে অনেক গোপন তথ্যও। তবে এবার এসবের ইতি টেনে কি মীমাংসার পথে আসতে চলেছেন হৃত্বিক-কঙ্গনা?
কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি জানিয়েছেন, যেটা হচ্ছে খুবই খারাপ হচ্ছে। হৃত্বিক এই বিষয়টি থেকে সরে আসতে চাইছেন। হৃত্বিকের পক্ষের বিবৃতি থেকে মনে হচ্ছে সাম্প্রতিক এই উত্তপ্ত বিষয় থামিয়ে দিতে চান তাঁরা।
হৃত্বিকের আইনজীবী দীপেশ মেহতা জানিয়েছেন, পুরো বিষয়টি দ্রুততার সঙ্গে দেখার জন্য পুলিশের কাছে আর্জি জানানো হয়েছে। আমরা আশা করছি, খুব শীঘ্রই তা শেষ হবে।
প্রসঙ্গত, হৃত্বিককে প্রকাশ্যে নিজের ‘প্রাক্তন’ বলে সম্বোধন করায়, কঙ্গনা রানাউতকে মাসখানেক আগেই কড়া আক্রমণের মুখে পড়তে হয়। একে অপরকে আইনি নোটিসও পাঠান দুজনেই। কঙ্গনার অভিযোগ, মেলের মাধ্যমে তাকে উত্যক্ত করতেন হৃত্বিক। কিন্তু হৃত্বিকের দাবি, তাঁর সঙ্গে কঙ্গনার কোনও যোগাযোগই ছিল না। ভুয়ো অ্যকাউন্ট থেকে কেউ একাজ করে তাঁকে ফাঁসিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি