শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ১২:৩১:৩৭

হৃত্বিককে নিয়ে এবার যা বললেন কঙ্গনা

হৃত্বিককে নিয়ে এবার যা বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক : শাখ দিয়ে মাছ ঢাকছেন হৃত্বিক রোশন। তিনি আইনি লড়াই জিততে মানুষের সজানুভূতি আদায় করার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন বলিউডের কুইনখ্যাত অভিনেত্রী কঙ্গনা।

সম্প্রতি আইনি লড়াইয় সম্পর্কিত হৃত্বিকের আনুষ্ঠানিক বিবৃতির প্রেক্ষিতে এ কথা বলেছেন কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘কঙ্গনাকে হুমকি দেওয়ার পর তিনি বিষয়টি থেকে হাত ধুয়ে নিতে পারেন না। আর হৃত্বিকই মূলত এই দ্বন্দ্বের সূচনা করেন। কঙ্গনাকে একটি আইনি নোটিশ পাঠিয়ে, একটি প্রেস কনফারেন্স ডেকে হৃত্বিককে নিজের প্রাক্তন প্রেমিক হিসেবে দাবি করার জন্য ক্ষমা প্রার্থনা করতে বলেন। বরং তার এ কথাগুলো শুধুই সহানুভূতি আদায়ের জন্য।

প্রতিক্রিয়ায় কঙ্গনাও একটি জবাব পাঠিয়ে হৃত্বিককে হুমকি দেওয়ার দায়ে অভিযুক্ত করেন। কঙ্গনার আইনজীবী আরও বলেন, ‘কঙ্গনা নিজেই একজন বিখ্যাত অভিনেত্রী। আলোচনায় আসবার জন্য তার হৃত্বিকের নাম ও খ্যাতি ব্যবহার করার প্রয়োজন নেই।’
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে