বিনোদন ডেস্ক : টানা পাঁচদিন শুটিং শেষে বৃহস্পতিবার ঢাকা ছেড়েছেন কলকাতার সুপারস্টার জিৎ। তবে অবাক করার বিষয় হচ্ছে, গত পাঁচদিন অনেক চেষ্টা করেও জিৎ এর দেখা পায়নি বাংলাদেশের বড় বড় গণমাধ্যমগুলো!
তাহলে কি বাংলাদেশের গণমাধ্যমকে এড়িয়ে গেলেন জিৎ! আর এড়িয়ে যাওয়ারই বা কারণ কি? তার মতো এমন একজন সুপারস্টার এমনটা কেন করলেন? এমন প্রশ্ন এখন অনেকের মাঝেই।
জানা গেছে, ‘বাদশা-দ্য ডন’ শিরোনামের যৌথ প্রযোজনার ছবির শুটিংয়ে অংশ নিতে জিৎ ঢাকায় এসেছিলেন। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে। এতে তার বিপরীতে আছেন ঢাকার নুসরাত ফারিয়া।
সূত্র জানিয়েছে, গত পাঁচদিন রাজধানীসহ বিভিন্ন লোকেশনে শুটিং করলেও, গণমাধ্যমের সঙ্গে কোন কথা বলেননি জিৎ। তবে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছিলো শুটিং শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন জিৎ। কিন্তু কোন কিছু না জানিয়েই বৃহস্পতিবার সন্ধ্যার একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন কলকাতার এই নায়ক। এ নিয়ে এখন বিনোদন সাংবাদিকসহ পুরো মিডিয়াজুড়ে চলছে তুমুল হৈ চৈ। প্রশ্ন উঠেছে কেন এমন করলেন জিৎ?
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি