শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ০৫:৫৩:০৫

তবে কি মুরাদ ও সোহানার তালাক হয়ে যাচ্ছে?

তবে কি মুরাদ ও সোহানার তালাক হয়ে যাচ্ছে?

বিনোদন ডেস্ক : একমাত্র সন্তকে নিয়ে ভালোই চলছিলো নির্মাতা মুরাদ পারভেজ ও অভিনেত্রী সোহানা সাবার। কিন্তু হঠাৎ করেই তারা দু’জন আলাদা থাকতে শুরু করেছেন! শোনা যাচ্ছে আইনি পদক্ষেপও নাকি নিয়ে নিয়েছে দু’জন আলাদা হয়ে যাওয়ার জন্য।

এদিকে তাদের আলাদা হবার কারণ কি? এ নিয়ে মিডিয়াতে চলছে নানা জল্পনা। আর এই জল্পনা যে যার মতো করে গল্প বানিয়ে নিচ্ছেন। যার ফলে মুখ খুললেন আয়নাখ্যাত এই অভিনেত্রী। যা তিনি সবার উদ্দেশ্যেই বলেছেন।

সোহানা সাবা লিখেছেন, ‘আজ অল্প কথায় কিছু ব্যাপারে সবাইকে কিছু জানাতে চাই। ব্যক্তিগত জীবনে আমি কি করছি, কি ভাবছি, কোথায় যাচ্ছি, পছন্দ-অপছন্দ এগুলো মানুষকে জানাতে পছন্দ করি না।

তবুও বিকৃত হয়ে যাতে নোংরা কাঁদা ছোঁড়াছুঁড়ির সুযোগ বাইরের কেউ না পায় আমি নিজেই আজ কিছু কথা সবাইকে বলতে চাই।

ভালবেসে মুরাদ পারভেজকে বিয়ে করি, অনেক অল্প বয়সে, বাবা-মার ইচ্ছের বিরদ্ধে, মাত্র ৩মাস প্রেম করে। মাত্র আমার সিনেমা ২টাতে অভিনয় করেছি তখন। মুরাদ দৌড় সিরিয়াল পরিচালক হিসেবে পরিচিত।

খুব সুন্দর অনেকগুলো বছর মুরাদের সাথে কাটিয়েছি। আমাদের একমাত্র ছেলেকে নিয়ে স্বপ্নের মত কিছু বছর পার করেছি।

কিন্তু গত ২৭ সেপ্টম্বর থেকে আমরা আলাদাভাবে আছি, আমাদের নিজেদের মধ্যে কিছু মতের অমিল হওয়ায়। মুরাদ আমার সবচেয়ে পছন্দের ডিরেক্টর। ইনফ্যাক্ট আমার সবচেয়ে বড় বন্ধু, প্রিয় বন্ধু। কিন্তু আমরা বোঝাপড়া করে ঠিক করেছি একসাথে আর নয়।

আইনী পদক্ষেপ নিয়েছি আমরা। যার শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ভাল খারাপ সবসময়েই আমি সবাইকে আমার পাশে পেয়েছি। আশা করি আগামীতেও পাব।’
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে