বিনোদন ডেস্ক : মেয়ের কর্ম দেখে মায়ের চোখে জল এসে গেল। ঐশ্বরিয়াকে ইমোশলান করে দিল ছোট্ট আরাধ্যা। বেশ কয়েক দিন ধরে অনেক অসুস্থ ঐশ্বরিয়া রাই। তার কারণে ‘সর্বজিত’ সিনেমাটির শুটিংয়ে যাওয়া হচ্ছেনা। এক পর্যায়ে অভিনয় করবেন না নিষেধ করে দিয়েছেন। এ সময় মাকে চিয়ার-আপ (অানন্দিত) করতে একটি ‘গেট ওয়েল সুন’ (দ্রুত সুস্থ হয়ে উঠবা) লেখা কার্ড তৈরি করেছে আরাধ্যা। আর সেই কার্ড পেয়ে ইমোশনাল হয়ে পড়েন নায়িকা।
আরাধ্যাও জ্বর আর গলার ব্যাথা ভুগছিলেন অনেক দিন থেকেই। সে কারণে কয়েকদিন স্কুলেও যেতে পারেনি। বৃহস্পতিবার বেশ কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর স্কুলে গিয়েছিল সে। আর সেখানেই মায়ের জন্য তৈরি করে কার্ডটি। আরাধ্যার এক বন্ধুর মা সাংবাদিকদের জানিয়েছেন, ছুটির সময় আরাধ্যাকে নিতে আসেন ঐশ্বরিয়া। তখনই মায়ের হাতে সে কার্ড তুলে দেয়। আর তাতেই নাকি সকলের সামনে চোখে জল এসে যায় নায়িকার।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই