শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ১০:২৩:৩৮

এবার আপনার ড্রইংরুমে আসছেন গায়ক জিৎ!

এবার আপনার ড্রইংরুমে আসছেন গায়ক জিৎ!

বিনোদন ডেস্ক : বাংলার বিগ বস পরিচালনা করবেন এবার টলিউড জনপ্রিয় অভিনেতা জিৎ। তবে জিৎ ভক্তদের জন্য দারুণ সুখবর, এবার আপনার ড্রইংরুমে বসেই দেখতে পাবেন গায়ক জিৎকে! না, তিনি অভিনয় ছেড়ে দেননি। আবার গানেও নাম লেখান নি। তাহলে? এবারের বিগ বস শোয়ে হোস্ট করার পাশাপাশি টাইটেল ট্র্যাকও গাইবেন তিনি। আর এ কারণে চলতি বছরের বিগ বস বাংলাতে দুই অবতারে দেখা যাবে জিৎকে।

জিতের সঙ্গে টাইটেল ট্র্যাক গাইবেন উজ্জ্বয়িনীও। গান রেকর্ডিং ইতিমধ্যেই হয়ে গেছে। জিতের ফ্যানেদের জন্য এটি অবশ্যই বাড়তি পাওনা।

৪ এপ্রিল থেকে সপ্তাহে ছ’দিন দেখা যাবে বিগ বস। বিগ বস হাউসে এবছর থাকছেন ১৪ জন প্রতিযোগী। ভিন্ন ক্ষেত্র থেকে আসা এই ১৪ জন প্রতিযোগীদের বিগ বস হাউজ়ে থাকতে হবে মোট ৯৮ দিন। এই ৯৮ দিনে তাদের উপর নজর রাখবে ৫২টি ক্যামেরা। তবে প্রতিযোগীদের নাম এখনো ঘোষণা করা হয়নি।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে